• facebook
  • twitter
Saturday, 5 April, 2025

ইউটিউবে কত পর্নোগ্রাফি কন্টেন্ট?

 কেন্দ্রের কাছে জবাব তলব সুপ্রিম কোর্টের 

ফাইল চিত্র

ইউটিউবে কত পর্নোগ্রাফি কন্টেন্ট রয়েছে সেই নিয়ে কেন্দ্রের কাছে জবাব চাইল সুপ্রিম কোর্ট। বিচারপতি সূর্য কান্ত এবং এন কোটিশ্বর সিং-এর এজলাসে দুই বিচারপতি প্রশ্ন তোলেন, এই কন্টেন্ট নিয়ন্ত্রণ করতে কেন্দ্র কোনও পদক্ষেপ করছে কিনা। মঙ্গলবার ইউটিউবার রণবীর এলাহাবাদিয়ার মামলার আবেদনের শুনানি হয়। প্রথম থেকেই শীর্ষ আদালতের তীব্র ভর্ৎসনার মুখে পড়তে হয় রণবীরকে। কুরুচিকর ভাষা প্রয়োগ করা ব্যক্তির কথা আদালত কেন শুনবে সেই প্রশ্নও তোলেন দুই বিচারপতি। তবে প্রবল তিরস্কৃত হতে হলেও রণবীরকে গ্রেপ্তারি থেকে রেহাই দিয়েছে শীর্ষ আদালত। প্রাণনাশের হুমকির কারণে সুরক্ষা চেয়ে পুলিশের দ্বারস্থ হতে পারেন রণবীর, এই অনুমতিও দিয়েছে শীর্ষ আদালত।

কুরুচিকর মন্তব্যের জেরে দেশজুড়ে প্রবল আক্রমণের সম্মুখীন হয়েছেন জনপ্রিয় ইউটিউবার রণবীর এলাহাবাদিয়া। তাঁর বিরুদ্ধে বিভিন্ন রাজ্য থেকে পুলিশে অভিযোগ দায়ের করা হয়। অসম, মুম্বই পুলিশ এফআইআর দায়ের করে রণবীরের বিরুদ্ধে। ইউটিউবারকে প্রাণে মারার হুমকিও দেওয়া হয়। উল্লেখযোগ্যভাবে কমে যায় তাঁর ফলোয়ারের সংখ্যা। শেষমেশ তিনি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন। মঙ্গলবার সেই মামলায় রণবীরকে তীব্র ভর্ৎসনা করে সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের বিচারপতির পর্যবেক্ষণ, এই ধরণের আচরণ অত্যন্ত নিন্দাজনক। এই ইউটিউবারের মনে খুব নোংরা যা তিনি শো-তে উগরে দিয়েছেন। শুধমাত্র জনপ্রিয় বলেই তিনি সমাজকে হালকাভাবে নিতে পারেন না। বিচারপতি বলেন, ‘আপনি যা জনপ্রিয়তার জন্য করেছেন, সেটাই এখন আপনার ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে।’ 

যদিও রণবীরকে গ্রেপ্তারি থেকেও মুক্তি দেওয়া হয়। সুপ্রিম কোর্ট জানিয়েছে, মহারাষ্ট্র এবং অসমে রণবীরের গ্রেপ্তার আপাতত স্থগিত থাকবে। শীর্ষ আদালতের আরও সংযোজন, ‘ইন্ডিয়াস গট ল্যাটেন্ট’ অনুষ্ঠানে যা হয়েছে সেই নিয়ে যদি অন্য কোনও এফআইআর দায়ের হয়, তাহলেও ইউটিউবারের গ্রেপ্তারি স্থগিত থাকবে।   আদালতের নির্দেশ, তাঁর পাসপোর্ট পুলিশের কাছে জমা রাখতে হবে। সুপ্রিম কোর্টের অনুমতি ছাড়া তিনি দেশ ছেড়ে কোথাও যেতে পারবেন না। 
 
মামলার শুনানির পরেই কেন্দ্রের কাছে জবাব তলব করে শীর্ষ আদালত। ইউটিউবে কত পর্নোগ্রাফি কন্টেন্ট রয়েছে সেই নিয়ে কেন্দ্রের জবাব তলব করা হয়।
ইউটিউব-সহ অন্যান্য সমাজ মাধ্যমে কত পর্নোগ্রাফি রয়েছে, সেই নিয়ে বিস্তারিত তথ্য চাওয়া হয়েছে কেন্দ্রের কাছে।  ‘ইন্ডিয়াস গট ল্যাটেন্টে’র মতো কন্টেন্ট নিয়ন্ত্রণ করতে কেন্দ্র কোনও পদক্ষেপ করছে কিনা, সেই প্রশ্নও রেখেছে শীর্ষ আদালত।