• facebook
  • twitter
Saturday, 21 September, 2024

করােনা আবহে পরিযায়ী শ্রমিকরা বাঁচবেন কিভাবে: সুপ্রিম কোর্ট 

মারণ ভাইরাস করােনার দ্বিতীয় ঢেউয়ে পরিযায়ী শ্রমিকরা আরও অসহায়। টানা একবছর তারা একপ্রকার কর্মহীন বলা যায়।

পরিযায়ী শ্রমিক (Photo: AFP)

মারণ ভাইরাস করােনার দ্বিতীয় ঢেউয়ে পরিযায়ী শ্রমিকরা আরও অসহায়। টানা একবছর তারা একপ্রকার কর্মহীন বলা যায়। বৃহস্পতিবার দুপুরে সুপ্রিম কোর্টের বিচারপতি অশােক ভূষণ এবং বিচারপতি এমআর শাহের ডিভিশন বেঞ্চে শুনানিতে উঠে আইনজীবী প্রশান্ত ভূষণের দায়ের করা মামলা। 

সমাজকর্মী অশােক ভরদ্বাজ, হর্ষ মন্দার এবং জকদীশ ছোকরে তাদের দায়ের করা পিটিশনে উল্লেখ করেছেন- ‘গতবছর কেন্দ্রীয় সরকারের আত্মনির্ভর ভারত প্রকল্পে রেশনহীন ৮ কোটি পরিযায়ী শ্রমিকদের শুকনাে রেশন দেওয়া হয়েছিল। তা ফের পুনরায় চালু করা হােক’। 

পরিযায়ী শ্রমিকদের পরিস্থিতি এবং স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করে এদিন সুপ্রিম কোর্ট কেন্দ্রের কাছে জানতে চেয়েছে- ‘পরিযায়ী শ্রমিকরা কঠোর পরিস্থিতির মুখােমুখি হয়েছে, কাজ নেই হাতে টাকা নেই তাহলে পরিযায়ী শ্রমিকরা বাঁচবেন কিভাবে? কি কি কর্মসুচি নেওয়া হয়েছে ‘? পাশাপাশি পরিযায়ী শ্রমিকদের নিয়ে কেন্দ্রীয় সরকারকে মানবিক বিবেচনার অনুরােধ জানিয়েছে সুপ্রিম কোর্ট।