নারীর সম্মান ও নিরাপত্তা রক্ষায় উত্তাল গোটা দেশ। পথে নেমে আরজি করের ঘটনায় প্রতিবাদে শামিল আপামর জনসাধারণ। রাস্তায় নেমেছেন বিভিন্ন ক্ষেত্রে তারকা ব্যক্তিত্বরাও। কিন্তু সেই বার্তা, সেই স্বর কতদূর পৌঁছচ্ছে ? প্রায় প্রতিদিনই ঘটে চলেছে খুন ও ধর্ষণের ঘটনা। এত লড়াইয়ের পরও ফের পণপ্রথার বলি হতে হল এক তরুণীকে। উত্তরপ্রদেশের আমরোহার ঘটনা। বিয়েতে পণ হিসেবে ব্র্যান্ডেড কোম্পানির বাইক এবং নগদ ৩ লক্ষ টাকা পণ চেয়েছিলেন যুবক। কিন্তু সেই পণের দাবি পূরণ না হওয়ায় তরুণী বধূকে তার বাপের বাড়ি থেকে ডেকে এনে অকথ্য মারধোর করে খুন করার অভিযোগ উঠল। অভিযুক্ত সুন্দর পলাতক।