• facebook
  • twitter
Friday, 11 April, 2025

ওড়িশার সিমেন্ট কারখানায় ভয়া‍বহ দুর্ঘটনা, ১২ শ্রমিকের মৃত্যুর আশঙ্কা

আর্থমুভার মেশিন আনা হয়েছে কয়লা সরানোর জন্য। কয়লার নীচে বেশ অনেকজন শ্রমিকের চাপা পড়ে থাকার সম্ভাবনা রয়েছে। দ্রুত উদ্ধারকাজ চালানো হচ্ছে।

দুর্ঘটনাগ্রস্ত সিমেন্ট কারখানা।

ভয়াবহ দুর্ঘটনা ঘটল ওড়িশার সিমেন্ট কারখানায়। সুন্দরগড় জেলার রাজগাংপুরের ঘটনা। লোহার কাঠামো ভেঙে চাপা পড়ে যাওয়ায় একাধিক শ্রমিকের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। জানা গেছে, দুর্ঘটনার সময় কারখানার ভিতরে কমপক্ষে ১২ জন শ্রমিক কাজ করছিলেন। কাঠামো ভেঙে পড়ার সময় সবাই চাপা পড়ে যান বলে আশঙ্কা করা হচ্ছে। দুর্ঘটনার পরই দ্রুত পুলিশে খবর দেওয়া হয়। ঘটনাস্থলে পৌঁছয় দমকল ও উদ্ধারকারী দল। কিন্তু শেষ পাওয়া খ‍বরে জানা যায়, ‍বহু চেষ্টার পরও কোনও শ্রমিককে উদ্ধার করা সম্ভব হয়নি।

ডালমিয়া ভারত সিমেন্ট লিমিটেড নামে ওই সিমেন্টের কারখানায় বৃহস্পতিবার রাত আটটা নাগাদ দুর্ঘটনা ঘটে। প্রাথমিকভাবে জানা গিয়েছে, ওই কারখানার কয়লা চুল্লি ভেঙে পড়ে। সেই সময় কারখানায় বেশ কয়েকজন শ্রমিক ছিলেন। চুল্লি ভেঙে পড়তেই কয়লার নীচে চাপা পড়ে যান তারা। তবে অনেক রাত পর্যন্ত ক্রেন দিয়ে ভেঙে পড়া লোহার কাঠামো উদ্ধারের চেষ্টা করা হলেও, তা সফল হয়নি।

আর্থমুভার মেশিন আনা হয়েছে কয়লা সরানোর জন্য। কয়লার নীচে বেশ অনেকজন শ্রমিকের চাপা পড়ে থাকার সম্ভাবনা রয়েছে। দ্রুত উদ্ধারকাজ চালানো হচ্ছে।

দুর্ঘটনায় কারখানা কর্তৃপক্ষের বিরুদ্ধে সরব হয়েছেন শ্রমিকরা। তাঁদের অভিযোগ, কারখানা কর্তৃপক্ষের গাফিলতির কারণে এই দুর্ঘটনা।কারখানার গেটের সামনেই প্রতিবাদ শুরু করেন শ্রমিকরা। অভিযোগ, ওই চুল্লির রক্ষণাবেক্ষণ হত না। কর্তৃপক্ষকে বহুবার অনুরোধ করা হয়েছিল। তারপরও গুরুত্ব দেওয়া হয়নি। অবহেলার কারণেই এই দুর্ঘটনা ঘটল।

শ্রমিকদের দাবি, অবিলম্বে কারখানার আধিকারিকদের গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করা হোক। শ্রমিকদের চি্কিৎসা এ‍বং ক্ষতিপূরণের দা‍বিও করা হয়েছে।