• facebook
  • twitter
Saturday, 23 November, 2024

লালকেল্লায় ক্ষতিগ্রস্ত ঐতিহাসিক স্তম্ভ, দাবি মন্ত্রীর

সর্বভারতীয় একটি সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, আন্দোলনকারীদের হিংসায় ক্ষতিগ্রস্ত হয়েছে লালকেল্লা।

লালকেল্লায় বিক্ষোভ দেখাচ্ছে কৃষকরা। (Photo: IANS)

সাধারণতন্ত্র দিবসে কৃষি আইন প্রত্যাহারের দাবিতে রাজধানীতে ট্রাক্টর র‍্যালি করেন কৃষকরা। কিন্তু কিছুক্ষণ পরেই তা হিংসাত্মক হয়ে উঠেছিল। তাতে লালকেল্লার ঐতিহাসিক স্তম্ভে অপূরণীয় ক্ষতি হয়েছে। এদিন এমনটাই দাবি করেছেন কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ সিং পটেল। 

পতাকা উত্তোলনের স্থানের কাছে দুটি ঐতিহাসিক পিতলের ফুলদানি নাকি গায়েব হয়ে গিয়েছে। কেল্লার মুখ্য দরজাটিরও ক্ষতি হয়েছে। 

পটেল জানিয়েছেন, ক্ষতিগ্রত শিল্পকর্মগুলি অমূল্য ছিল। কোনও পরিমাণ অর্থ ব্যয় করে সেই ক্ষতিপূরণ করা সম্ভব নয়। 

সর্বভারতীয় একটি সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, আন্দোলনকারীদের হিংসায় ক্ষতিগ্রস্ত হয়েছে লালকেল্লা। দুর্গের গম্বুজটির উপরের অংশে কমপক্ষে তিনটি মূল্যবান কলস পাওয়া যাচ্ছে না। টিকিট কাউন্টারটিও ভাঙচুর করা হয়েছে। টয়লেট ও এয়ারকন্ডিশনার পুরােপুরি ক্ষতিগ্রস্ত হয়েছে। 

দুর্গের গুরুত্ব বােঝানাের জন্য যে শিলাগুলি লাগানাে হয়েছিল তা উপড়ে ফেলা হয়েছে। ভাঙচুর করা হয়েছে স্টাফরুমে। ভেঙে ফেলা হয় সিসিটিভি ক্যামেরাও। 

আধিকারিকরা জানিয়েছেন, এই সমস্ত কিছু ঠিক করতে এক মাস সময় লেগে যাবে। কেল্লার বাইরের লাইট, মুখ্য দরজা সহ একাধিক জিনিস ভাঙচুর করা হয়।