দেউলিয়া রিলায়েন্স ক্যাপিটালের ত্রাতা হতে চলেছে হিন্দুজা গোষ্ঠি

মুম্বই, ১৫ ফেব্রুয়ারি– বর্তমানে দেউলিয়ার মুখে দাঁডি়য়ে রয়েছে অনিল আম্বানির কোম্পানি রিলায়েন্স ক্যাপিটাল৷ হু হু করে নামছে স্টকের গ্রাফ৷ ২৭০০ টাকার শেয়ার বিকোচ্ছে মাত্র ১১ টাকায়৷ সংস্থা বাঁচাতে ঘনঘন বৈঠক করছেন বোর্ড অফ ডিরেক্টরসের সদস্যরা৷ কিন্ত্ত তার পরও সমাধানসূত্র মেলেনি৷ এই পরিস্থিতিতে পরিত্রাতার ভূমিকায় অূবতীর্ণ হয়েছেন হিন্দুজা ভাইরা৷ এই আবহে কোটি কোটি টাকা ঋণ নিয়ে লালবাতি জ্বলতে চলা কোম্পানি কিনতে চাইছে তিন ভাই৷

সূত্রের খবর, রিলায়েন্স ক্যাপিটাল কেনার ব্যাপারে আগ্রহ দেখিয়েছে দেশের অন্যতম নামি এই শিল্প সংস্থা হিন্দুজা গোষ্ঠি৷ এর জন্য ৯৬৫০ কোটি টাকা খরচ করতে রাজি হিন্দুজা গ্রুপ৷ শুধু তাই নয়, দেউলিয়া হয়ে যাওয়া কোম্পানি কিনতে ৪০০০ কোটি টাকা ঋণ নেওয়ার পরিকল্পনাও করছেন তাঁরা৷

বিশেষজ্ঞদের দাবি, রিলায়েন্স ক্যাপিটাল কিনে নিয়ে তা সম্পূর্ণ নতুন ভাবে শুরু করার পরিকল্পনা রয়েছে হিন্দুজা গ্রুপের৷ শেষ পর্যন্ত অনিল আম্বানির কোম্পানি এই সংস্থা অধিগ্রহণ করলে ফের চড়বে রিলায়েন্স ক্যাপিটালের শেয়ারের দাম৷ পুরো ডিল সম্পূর্ণ করতে ৮০০০  হাজার কোটি টাকা পর্যন্ত ঋণ নেওয়ার বিষয়ে চিন্তা ভাবনা সেরে রেখেছে হিন্দুজা ব্রাদার্স, খবর সূত্রের৷


বর্তমানে রিলায়েন্স ক্যাপিটালের বাজার মূলধনের পরিমাণ ২৮৭.৬৭ কোটি টাকা৷
উল্লেখ্য, রিলায়েন্স ক্যাপিটালের পাবলিক শেয়ার হোল্ডিংয়ের পরিমাণই সবচেয়ে বেশি৷ মাত্র ০.৮৮ শতাংশ স্টক রয়েছে অনিল আম্বানির কাছে৷ অন্যদিকে পাবলিক শেয়ার হোল্ডিং পরিমাণ ৯৮.৪৯  শতাংশ৷