বিদ্যুতের বকেয়া বিল না মেটানোয় দিল্লির হিমাচল ভবন নিলাম করার নির্দেশ দিল হিমাচল প্রদেশ হাই কোর্ট। মঙ্গলবার হাইকোর্ট বলে, যে সমস্ত আধিকারিকদের গাফিলতিতে পাহাড়প্রমাণ বকেয়া টাকা জমেছে তাদের বিরুদ্ধে তদন্ত করতে হবে। জানা গিয়েছে, একটি বিদ্যুৎ সরবরাহকারী সংস্থার কাছে অন্তত ১৫০ কোটি টাকা বকেয়া জমে রয়েছে হিমাচল প্রদেশ সরকারের।সোমবার, ১৮ ই নভেম্বর, হিমাচল প্রদেশ হাইকোর্ট দিল্লিতে হিমাচল ভবন নিলাম করার আদেশ জারি করে। হিমাচল ভবন নতুন দিল্লির মান্ডি হাউসে অবস্থিত।
হিমাচলের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং বলেন, আদালতের নির্দেশ ভালো করে জেনে তার পরেই এই প্রসঙ্গে মন্তব্য করবেন তিনি। তবে কংগ্রেস সরকারকে তোপ দেগে বিজেপি নেতা জয়রাম ঠাকুর বলেন, ‘হিমাচল ভবন নিলাম হওয়া রাজ্যের পক্ষে খুবই অপমানজনক। সরকার যদি এইভাবে আর্থিক বিষয়গুলোকে উপেক্ষা করে তাহলে আমাদের সমস্ত সম্পদই নিলাম হয়ে যাবে।’