• facebook
  • twitter
Friday, 22 November, 2024

‘রেকর্ড হারে গণতন্ত্রের উৎসবে সামিল হন’, হরিয়ানার ভোটে বার্তা মোদীর

৮ অক্টোবর মঙ্গলবার বের হবে হরিয়ানা বিধানসভা নির্বাচনের ফলাফল

হরিয়ানায় চলছে বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ পর্ব। এক দফাতেই হচ্ছে হরিয়ানা বিধানসভার ভোটগ্রহণ। মোট ৯০টি আসনে ভোটগ্রহণ শুরু হয়েছে। সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ প্রক্রিয়া। ৮ অক্টোবর মঙ্গলবার বের হবে হরিয়ানা বিধানসভা নির্বাচনের ফলাফল। এখনও পর্যন্ত সকাল ৯টা অবধি ভোট পড়েছে ৯.৫৩ শতাংশ। বুথগুলিতে সকাল থেকেই ভোটারদের লম্বা লাইন রয়েছে।

হরিয়ানার কুর্সি দখলের মূল লড়াই এবার বিজপি বনাম কংগ্রেসের মধ্যে হবে। আঞ্চলিক দলগুলি নির্বাচনী ময়দানে থাকলেও জোরদার লড়াই দিতে পারবে না বলেই মত রাজনৈতিক বিশ্লেষকদের। ক্ষমতাসীন বিজপির বিরুদ্ধে প্রতিষ্ঠান বিরোধী হাওয়া রয়েছে। আবার কংগ্রেসে রয়েছে গোষ্ঠীদ্বন্দ্ব।

ভোট শুরু হতেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক্স হ্যান্ডেলে হরিয়ানাবাসীকে রেকর্ড হারে ভোটদান করার কথা বলেন। এক্স হ্যান্ডেলে নরেন্দ্র মোদী লেখেন, ‘হরিয়ানার ভোটারদের কাছে আবেদন করছি রেকর্ড হারে গণতন্ত্রের উৎসবে সামিল হন। আমার তরুণ বন্ধুদের মধ্যে যাঁরা এবার প্রথমবার ভোটাধিকার প্রয়োগ করবেন তাঁদের প্রতি বিশেষ শুভেচ্ছা জানাই।’

উল্লেখযোগ্য প্রার্থীদের মধ্যে ভোট ময়দানে লড়াই করছেন বিদায়ী মুখ্যমন্ত্রী নায়েব সিং সাইনি, বিদায়ী স্বরাষ্ট্রমন্ত্রী অনিল ভিজ। ভোটযুদ্ধে কংগ্রেসের হয়ে লড়াইয়ে আছেন তারকা প্রার্থী তথা কুস্তিগির ভিনেশ ফোগত, প্রাক্তন মুখ্যমন্ত্রী ভুপেন্দ্র সিং হুডা।