দিল্লি, ৩ জুলাই – ফের ভারী বর্ষণের সতর্কতা জারি করা হয়েছে দিল্লিতে। মৌসম ভবন জানিয়েছে, বুধবার দিল্লির বেশ কিছু জায়গায় মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। ফলে আবারও বৃষ্টিকে ঘিরে আতঙ্ক রাজধানীতে। কারণ গত সপ্তাহেই কয়েক ঘণ্টার বৃষ্টিতে প্লাবিত হয়ে যায় দিল্লির অধিকাংশ এলাকা। বিপর্যস্ত হয়ে পড়ে স্বাভাবিক জীবনযাত্রা । বৃষ্টি কমায় সেই পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও আবারও ভারী বৃষ্টির পূর্বাভাসে ভীত দিল্লিবাসী।
দিল্লির পাশাপাশি, হরিয়ানা, চণ্ডীগড় , পাঞ্জাবেও বুধবার ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। মৌসম ভবন সূত্রে জানা গেছে , ৫-৭ জুলাইয়ের মধ্যে পূর্ব উত্তরপ্রদেশে ভারী বৃষ্টি হবে। ৬-৭ জুলাই পশ্চিম উত্তরপ্রদেশে বৃষ্টির পরিমাণ বাড়বে। ৩-৭ জুলাই পর্যন্ত জম্মু-কাশ্মীর, লাদাখ, মুজফফরাবাদ, পূর্ব রাজস্থান, পশ্চিম রাজস্থানে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্য দিকে, অসম এবং অরুণাচল প্রদেশে ৫-৭ জুলাইয়ের মধ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে।
মঙ্গলবার থেকেই অসমের বন্যা পরিস্থিতি আরও খারাপ হয়। তিন জনের মৃত্যু হয়েছে ওই রাজ্যে। ফলে বৃষ্টি এবং বন্যা পরিস্থিতির কারণে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ায় ৪৮। রাজ্যের ২৩টি জেলা জলমগ্ন। প্রায় সাড়ে ১১ লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত । রাজ্যের বিভিন্ন জেলায় ত্রাণশিবিরে আশ্রয় নিয়েছেন প্রায় ৩ লক্ষ মানুষ। অসমের বন্যা পরিস্থিতি পর্যালোচনায় বুধবার উচ্চপর্যায়ের বৈঠক ডেকেছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা।অন্য দিকে, উত্তরাখণ্ডে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। নদীগুলির জলস্তর বেড়ে চলেছে। বিপদসীমার কাছাকাছি পৌঁছে গিয়েছে নদীগুলির জল।
মৌসুমি বায়ুর প্রভাবে মণিপুর, অরুণাচল প্রদেশ, ত্রিপুরা, মেঘালয়, মিজোরামসহ সমগ্র উত্তর-পূর্ব ভারতের সমস্ত নদী ও শাখানদীগুলি বিপদসীমার উপর দিয়ে বইছে। জলস্তর হু-হু করে বাড়ছে অসমের ব্রহ্মপুত্রসহ তার শাখানদীগুলিতে। লাগাতার বৃষ্টিতে মণিপুরের ইম্ফল পূর্ব ও পশ্চিম জেলার বেশ কিছু এলাকা বন্যা কবলিত। রাজ্যের প্রধান দুটি নদী বিপদসীমার উপর দিয়ে বইছে। ভারত-মায়ানমার সড়কের ৩ কিমির বেশি এলাকা জলে ডুবে রয়েছে। এখনও পর্যন্ত প্রায় হাজারখানেক মানুষ ক্ষতিগ্রস্ত। জলমগ্ন এলাকায় ত্রাণ পৌঁছানো ও উদ্ধারকাজ শুরু হয়েছে।
শুধু উত্তর-পূর্ব ভারতই নয়, দিল্লি, গুজরাট-সহ ২০টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে কেন্দ্রীয় আবহাওয়া দফতর। মৌসুমি বায়ু দেশজুড়ে ছেয়ে যাওয়ায় এখন বৃষ্টির প্রকোপ বাড়ছে দেশের অধিকাংশ রাজ্যে । দিল্লি-এনসিআর সন্নিহিত অঞ্চলে ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে।
উত্তরাখণ্ডেও ব্যাপক বৃষ্টির আশঙ্কা রয়েছে। আবহাওয়া দফতর প্রায় গোটা রাজ্যেই লাল সতর্কতা জারি করেছে। ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে দেরাদুন, আলমোড়া, নৈনিতাল, পৌরি গাড়োয়াল, বাগেশ্বর, পিথোরাগড়ে। গতকালের ভারী বৃষ্টিতে দেরাদুনের বিস্তীর্ণ অংশ জলে ডুবে গিয়েছে। রাস্তায় জল জমে থাকায় যান চলাচলে বিঘ্ন ঘটছে। বহু এলাকা জলমগ্ন।