• facebook
  • twitter
Friday, 22 November, 2024

কাশ্মীরের মতোই বিপদের বার্তা উত্তপ্ত লাদাখে

প্রবল গরমে বাতিল বিমান, উদ্বিগ্ন পরিবেশবিদরা লাদাখ, ৩০ জুলাই– সোমবারই জানা গিয়েছিল তীব্র গরমে নাভিশ্বাস উঠেছে ভূস্বর্গ কাশ্মীরের৷ দাপদাহে এমনই অবস্থা যে স্কুল-কলেজে ছুটি ঘোষণা করতে বাধ্য হয় স্থানীয় প্রশাসন৷ সেই তীব্র গরমের এবার কাহিল লাদাখ৷ যে লাদাখ তার শুভ্র তুষার-ব্যাপক শীতের জন্য গোটা বিশ্বের কাছে পরিচিত সেই লাদাখ নাকি এবার গরমে কাবু৷ বরফে ঢাকা

প্রতীকী ছবি (File Photo: IANS)

প্রবল গরমে বাতিল বিমান, উদ্বিগ্ন পরিবেশবিদরা
লাদাখ, ৩০ জুলাই– সোমবারই জানা গিয়েছিল তীব্র গরমে নাভিশ্বাস উঠেছে ভূস্বর্গ কাশ্মীরের৷ দাপদাহে এমনই অবস্থা যে স্কুল-কলেজে ছুটি ঘোষণা করতে বাধ্য হয় স্থানীয় প্রশাসন৷ সেই তীব্র গরমের এবার কাহিল লাদাখ৷ যে লাদাখ তার শুভ্র তুষার-ব্যাপক শীতের জন্য গোটা বিশ্বের কাছে পরিচিত সেই লাদাখ নাকি এবার গরমে কাবু৷ বরফে ঢাকা এই উপত্যাকাতেও এবার চড়ছে উষ্ণতার পারদ৷ গরমে তুষারবৃত্ত লাদাখের খারাপ আবহাওয়ায় বাতিল করা হচ্ছে বিমান পরিষেবা৷ তবে কাশ্মীর-লাদাখের মতো বরফ আবৃত স্থানগুলিতে তাপের এই প্রবেশে স্বভাবতই উদ্বিগ্ন পরিবেশবিদরা৷

এক সর্বভারতীয় সংবাদপত্রের রিপোর্ট অনুযায়ী, গরমের জন্য লাদাখের বিমান বাতিলের বিষয়টি প্রকাশ্যে আসে আবহাওয়াবিদ প্রফেসর চেতন সোলাঙ্কির এক সোশ্যাল মিডিয়া বার্তায়৷ তিনি বলেন, এটা অত্যন্ত উদ্বেগের বিষয় যে ১১ হাজার ফুট উচ্চতায় যেখানে তাপমাত্রা মাইনাস ২০ ডিগ্রি হওয়ার কথা সেখানে গরমের জন্য বিমান বাতিল করতে হচ্ছে! এই সমস্যার কথা তুলে ধরে সোলাঙ্কি বলেন, ‘আশ্চর্যের বিষয় এটা নয় যে বিমান বাতিল হয়েছে৷ বরং উদ্বেগের বিষয় এটাই যে উঁচু পাহাড়ি অঞ্চলে অত্যধিক গরমের জেরে বিমান বাতিল করতে হচ্ছে৷ এটা জলবায়ু পরিবর্তনের অশনি সংকেত৷

জানা গিয়েছে গত সপ্তাহে সন অ্যান্ড আর্থ ফেস্টিভ্যালে যোগ দিতে লাদাখ যাচ্ছিলেন আইআইটি বম্বের অধ্যাপক তথা পরিবেশবিদ চেতন সোলাঙ্কি৷ দুপুর ১টা নাগাদ ইন্ডিগোর একটি বিমানে লাদাখ যাওয়ার কথা ছিল তাঁর৷ যদিও বাতিল করা হয় সেই বিমান৷ কর্তৃপক্ষের তরফে জানানো হয়, লাদাখে বাতাসের তাপমাত্রা বেশি থাকায় বাধ্য হয়েই বাতিল করতে হচ্ছে বিমানযাত্রাটি৷ এ প্রসঙ্গে বিশেষজ্ঞদের দাবি, আসলে উচ্চতা বাড়লে বাতাসের ঘনত্ব কমতে শুরু করে৷ যার জেরে অধিক উচ্চতায় যাওয়া পর্বতারোহীদের অক্সিজেন সিলিন্ডার সঙ্গে নিতে হয়৷ লেহ বিমানবন্দরের উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে ১০ হাজার ৭০০ ফুট উঁচুতে৷ ফলে দিল্লি বিমান বন্দরের তুলনায় সেখানে বাতাসের ঘনত্ব অনেক কম৷ তার উপর সেখানকার তাপমাত্রা বেড়ে যাওয়ায় বাতাসের ঘনত্ব আরও কমে যায়৷ এই পরিস্থিতিতে সেখানে বিমান চালানো যথেষ্ট ঝুঁকিপূর্ণ৷ এক্ষেত্রে খারাপ হতে পারে ইঞ্জিন৷ টেক অফেও সমস্যা হতে পারে৷ গত সপ্তাহে ট্র্যাফিক কন্ট্রোলের তরফে জানা গিয়েছিল, লেহর তাপমাত্রা ৩৭ ডিগ্রি ছুঁয়ে ফেলেছে যা রীতিমতো অস্বাভাবিক৷

তবে শুধু লাদাখ নয়, প্রবল গরমে পুড়ছে ভূস্বর্গ কাশ্মীরও৷ রিপোর্ট বলছে, গত রবিবার কাশ্মীরের একাধিক জায়গায় রেকর্ড ছুঁয়েছে তাপমাত্রা৷ কাশ্মীরের আবহাওয়া দপ্তরের দাবি, গত ২৫ বছরের মধ্যে জুলাই মাসে সর্বোচ্চ তাপমাত্রা ছিল গত রবিবার৷ পরিস্থিতি এতটাই খারাপ যে আগামী ২ দিনের জন্য কাশ্মীরে বন্ধ করে দেওয়া হয়েছে স্কুল৷ গত ২৫ বছরের রেকর্ড ভেঙে রবিবার কাশ্মীরের তাপমাত্রা পৌঁছে যায় ৩৬.২ ডিগ্রি সেলসিয়াস৷ বরফের রাজ্য হিসেবে পরিচিত কাশ্মীর, লাদাখের এমন ব্যাপক তাপমাত্রা বৃদ্ধি আসলে বিপদের বার্তা বলে মনে করছেন বিশেষজ্ঞরা৷