৭৪.৭ এ দিল্লি হাঁসফাঁস, পুড়ছে দিল্লি, তাপপ্রবাহ বৃদ্ধির ইঙ্গিত উত্তর ভারতের একাধিক রাজ্যে

দক্ষিণের রাজ্যগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস
দিল্লি, ২১ মে– এ যেন রেকর্ড গড়ার খেলায় মেতেছে তাপপ্রবাহ৷ গোটা দেশে তাপপ্রবাহ উর্দ্ধমূখী৷ দেশে মনসুম ঢোকার কথা আবহাওয়া দফতর বললেও তাপের চোখরাঙানিতে ঢুকতে কাঁপছে বৃষ্টি৷ কলকাতা সহ বাংলায় বেশ ঝড়বৃষ্টি শুরু হয়েছে৷ ভ্যাপসা গরম থেকে আপাতত স্বস্তি মিলেছে৷ আলিপুর আবহাওয়া দফতরের রিপোর্ট বলছে, শুধু ঝড়-বৃষ্টি নয়, আগামী কয়েক দিন রীতিমতো ভারী বৃষ্টি হবে বাংলায়৷ কিন্ত্ত গোটা দেশের অবস্থা তথৈবচৈ৷
যে শহরগুলির অবস্থা গরমে খুবই খারাপ তারমধ্যে দিল্লি অন্যতম৷ শুধু দিল্লি নয়, গোটা উত্তর ভারতে তাপপ্রবাহের সতর্কতা রয়েছে৷ আগামী বৃহস্পতিবার থেকে যে সব রাজ্যে তাপপ্রবাহ চলতে পারে, সেই তালিকায় আছে উত্তরপ্রদেশ, হিমাচল প্রদেশ, মধ্যপ্রদেশ, ওডি়শা, গুজরাট৷ এছাড়াও উত্তর ভারতের একাধিক জায়গায় তাপমাত্রার পারদ উর্ধ্বমুখী থাকবে৷
রাজধানীর সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছেছে ৪৭ ডিগ্রি৷ তীব্র তাপ থেকে অফিসযাত্রী ও স্কুল পড়ুয়া‌োদর বাঁচাতে সরকারি বা বেসরকারি সব স্কুলই আপাতত বন্ধ রাখার পরামর্শ দেওয়া হয়েছে৷ আগামী ৫ দিনের পরিস্থিতি নিয়ে ইতিমধ্যে সতর্ক করে দিয়েছে মৌসম ভবন৷ বিদু্যতের চাহিদাও তুঙ্গে৷ যার ফলে লোডশেডিংয়ের সম্ভাবনা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে৷
তাপপ্রবাহের সম্ভাবনার কথা মাথায় রেখে হিমাচল প্রদেশে স্কুলের সময় পরিবর্তন করা হয়েছে৷ সকাল সাডে় ৭ টে থেকে দুপুর ১ টা পর্যন্ত স্কুল চালানোর জন্য নির্দেশিকা জারি হয়েছে৷ অন্যদিকে, তাপপ্রবাহের জেরে রাজস্থান এবং উত্তরপ্রদেশের কোটায় একজনের মৃতু্য হয়েছে৷
অন্যদিকে, দক্ষিণের রাজ্যগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে মৌসম ভবন৷ মূলত প্রবল বৃষ্টি হবে কেরলের একাধিক জায়গায়৷ ইতিমধ্যে এই নিয়ে লাল সতর্কতাও জারি হয়েছে৷ এছাড়াও তামিলনাড়ু, পুদুচেরী, কোদাইকানালে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে৷ ওই জায়গাগুলিতেও কমলা সতর্কতা জারি করা হয়েছে৷