সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল দিল্লির মুখ্যমন্ত্রী আতিশি এবং আম আদমি পার্টির শীর্ষ নেতা অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে মানহানির মামলা। ভোটার তালিকা নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে করা এই মামলার শুনানির পরিবর্তিত দিন ধার্য হয়েছে আগামী ৩০ সেপ্টেম্বর সোমবার। তাঁদের বিরুদ্ধে এই মানহানির মামলা বাতিলের দাবিতে পাল্টা দিল্লি হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আবেদন জানিয়েছিলেন এই দুই রাজনৈতিক ব্যক্তিত্ব। তাঁরা দাবি করেন, ভোটার তালিকা থেকে ৩০ লক্ষ ভোটারের নাম বাদ দেওয়ার মতো কোনও অভিযোগ তাঁরা করেননি।
বর্ষীয়ান আইনজীবী অভিষেক মনু সিংভী অরবিন্দ কেজরিওয়াল এবং আতিশির হয়ে মামলাটি লড়ছেন। তিনি আদালতে জানান, আগামী ৩০ সেপ্টেম্বর মামলাটি নিয়ে লড়তে পারবেন। ইতিপূর্বে হাইকোর্ট রায় দেয় যে, এই অভিযোগ অসম্মানজনক এবং বিজেপির ভোটকে প্রভাবিত করার উদ্দেশ্যে করা হয়েছে। আতিশি, কেজরিওয়াল এবং আরও দুই আপ নেতা দিল্লি হাইকোর্টে মামলাটিকে খারিজের আবেদন জানায়। কিন্তু উচ্চ আদালত সেই আবেদন খারিজ করে দেয়। এরপর সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন তাঁরা।