কৃষকদের জন্য নয়া আইন আনা হােক: রাকেশ টিকাইত 

রাকেশ টিকাইত (Photo: Twitter | @RakeshTikaitBKU)

মােদির আর্জি ছিল নয়া কৃষি আইনকে একটা সুযােগ দিন। মােদির এই আর্জির পরপরই নয়া আইনের দাবি জানালেন ভারতীয় কিষাণ ইউনিয়নের রাকেশ টিকাইত । 

কৃষকদের পণ্যে নতুন সহায়ক মূল্য নিশ্চিত করে নতুন আইন আনার পক্ষে সওয়াল করেছেন তিনি। 

সােমবার প্রধানমন্ত্রী ফের রাজ্যসভায় দেশের কৃষকদের আশ্বস্ত করে বলেন, ন্যূনতম সহায়ক মূল্য ছিল, আছে এবং ভবিষ্যতে থাকবে। মাণ্ডিগুলির আধুনিকীকরণ করা হবে।


মােদির এই মন্তব্যের পর কৃষক নেতা রাকেশ টিকাইত নতুন কৃষি আইনের পক্ষে সওয়াল করেন।