হিন্দু সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তির দাবি জানালেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। চট্টগ্রামের আইনজীবী সাইফুল ইসলাম হত্যার ঘটনার তীব্র নিন্দা করেন। পাশাপাশি চিন্ময় দাসের মুক্তির দাবি জানিয়ে বৃহস্পতিবার আওয়ামি লিগের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে একটি পোস্ট করেন শেখ হাসিনা। সেখানেই তাঁর এই দুটি দাবি নিয়ে বিবৃতি দিয়েছেন তিনি। বিবৃতিতে তিনি বাংলাদেশের পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। একই সঙ্গে ইউনুস সরকার সব ক্ষেত্রে ব্যর্থ বলেও দাবি করেন হাসিনা।