• facebook
  • twitter
Saturday, 23 November, 2024

রাষ্ট্রীয় সফরে এ মাসেই ফের দিল্লিতে হাসিনা

দিল্লি, ১৫ জুন– রাষ্ট্রীয় সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে শীর্ষ বৈঠক করতে ফের নয়াদিল্লি আসছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা৷ ঠিক হয়েছে ২১ জুন তিনি দিল্লি পৌঁছবেন৷ তার পরের দিন মোদির সঙ্গে বৈঠকে উঠে আসবে তিস্তা-সহ ভারত এবং বাংলাদেশের মধ্যে ৫৩টি নদীর প্রসঙ্গ৷ নিরাপত্তা, প্রতিরক্ষা, যোগাযোগ, অভিন্ন নদীগুলোর জলবণ্টন, স্থল ও সমুদ্র সীমায় বিরোধ নিরসন, বিদু্যৎ

দিল্লি, ১৫ জুন– রাষ্ট্রীয় সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে শীর্ষ বৈঠক করতে ফের নয়াদিল্লি আসছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা৷ ঠিক হয়েছে ২১ জুন তিনি দিল্লি পৌঁছবেন৷ তার পরের দিন মোদির সঙ্গে বৈঠকে উঠে আসবে তিস্তা-সহ ভারত এবং বাংলাদেশের মধ্যে ৫৩টি নদীর প্রসঙ্গ৷ নিরাপত্তা, প্রতিরক্ষা, যোগাযোগ, অভিন্ন নদীগুলোর জলবণ্টন, স্থল ও সমুদ্র সীমায় বিরোধ নিরসন, বিদু্যৎ ও জ্বালানি খাতে সহযোগিতা- ইত্যাদি নানা বিষয়ে আলোচনা হবে দুই নেতার৷ সীমান্ত বিরোধ মিটলেও সীমান্তে পাচার ও হত্যাকাণ্ড নিয়ে অস্বস্তি যেমন রয়ে গিয়েছে, তেমনই আবার এক যুগ পেরিয়ে গেলেও তিস্তা চুক্তির জট খোলা যায়নি৷
উল্লেখ্য, মোদির শপথ গ্রহণের অনুষ্ঠানে আমন্ত্রিত রাষ্ট্রপ্রধানদের মধ্যে বঙ্গবন্ধু কন্যাও যোগ দেন৷ ওই শপথগ্রহণের পরে কন্যা সায়মা ওয়াজেদ পুতুলকে সঙ্গে নিয়ে মোদির সঙ্গে একান্তে কথাও বলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী৷ তার পরেই, বাংলাদেশের বিদেশমন্ত্রী হাছান মাহমুদ জানিয়েছিলেন, দুই প্রধানমন্ত্রীই ওই বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্ককে আগামী দিনে আরও দৃঢ় করার ইচ্ছা প্রকাশ করেন৷
ভারত ও বাংলাদেশের মধ্যে গঙ্গা চুক্তির কার্যকালও শেষ হচ্ছে ২০২৬-এর ডিসেম্বরে৷ সেটিকে পুনর্নবীকরণের কাজ শুরু করার বিষয়টিও আলোচনায় উঠতে পারে৷সম্প্রতি মোদির শপথ গ্রহণের অনুষ্ঠান উপলক্ষে দিল্লি ঘুরে গিয়েছেন হাসিনা, কিন্ত্ত মোদির সঙ্গে কাজের আলোচনার সময় মেলেনি, তখন তা সম্ভবও ছিল না৷ ২১ জুন শেখ হাসিনার এই সফর পূর্বনির্ধারিত ছিল বলেও জানাচ্ছে কূটনৈতিক সূত্র৷ প্রসঙ্গত, লোকসভা নির্বাচন চলার সময়েই মে মাসে ঢাকা যান ভারতের বিদেশসচিব বিনয় কোয়াত্রা৷ সেই সময়েই তিনি হাসিনাকে দিল্লি সফরের আমন্ত্রণ জানান৷ তখনই জানানো হয়, ভারতের নতুন সরকার গঠন হওয়ার পরেই দিল্লি আসবেন হাসিনা৷
বিনয় কোয়াত্রার কাছে থেকে আমন্ত্রণপত্র পাওয়ার পরে জুনের ২১-২৩ এর মধ্যে প্রধানমন্ত্রীর সফর নিয়ে প্রস্তুতিও নিচ্ছিল ঢাকা৷ কিন্ত্ত জোট সঙ্গীর উপরে ভর করে নরেন্দ্র মোদি তৃতীয় বার ক্ষমতায় আসার পরে টেলিফোনে কথা বলেন বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে৷