রায়বরেলি, ১৩ মে – উত্তরপ্রদেশের রায়বরেলিতে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের জনসভা চলাকালীন এক সাংবাদিককে মারধরের ঘটনা ঘটল। আক্রান্ত সাংবাদিক রাঘব ত্রিবেদীর অভিযোগ, তিনি বিজেপির সভায় মহিলাদের কাছে কিছু প্রশ্ন করছিলেন।সেই সময় বিজেপি কর্মীরা তাঁকে ব্যাপক মারধর করে। ঘটনাটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেলে, এই নিয়ে প্রশ্ন ওঠে কংগ্রেস এবং সমাজবাদী পার্টির তরফে। এই ঘটনায় সংবাদিকের সঙ্গে থাকা ক্যামেরাম্যান অজ্ঞাতপরিচয় ৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন বলে জানা গেছে।