গুরসিমরত সিংগিলের যোগদানের কথা সরকারিভাবে ঘোষণা করল লাল হলুদ।

কলকাতা:- গোলরক্ষক প্রভসুখন গিলকে দলে নেওয়ার কথা ঘোষণা করেছিল ইমামি ইস্টবেঙ্গল। দিনের শেষে আরও একটি চমক দিল ইস্টবেঙ্গল। প্রভসুখনের ভাই গুরসিমরত সিংগিলের যোগদানের কথা সরকারিভাবে ঘোষণা করল লাল হলুদ। প্রভসুখনের মত চন্ডীগড় ফুটবল অ্যাকাডেমি থেকেই ফুটবল জীবন শুরু হয় গুরসিমরতের। নভি মুম্বাইয়ের ফেডারেশনের অ্যাকাডেমি থেকেও প্রশিক্ষণ নেন তিনি। বিদেশে জাতীয় যুব দলের হয়েও প্রস্তুতি ম্যাচে অংশ নিয়েছিলেন বিদ্যাসাগর সিংদের সঙ্গে। বার্সেলোনা, ইন্টার মিলানের নজরেও পড়েছিলেন এই পাঞ্জাব ফুটবলার। গুরসিমরত আগে মুম্বই সিটি এফসি-র সঙ্গে চুক্তিবদ্ধ ছিলেন। মুম্বই সিটি এফসি-র সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হতেই ইস্টবেঙ্গলে যোগ দিলেন তিনি। ২৫ বছর বয়সী সেন্টার ব্যাক এর আগে আইএসএলে একাধিক দলের হয়ে খেলেছেন তিনি। বেঙ্গালুরু এফসি, নর্থ ইস্ট ইউনাইটেড এফসি, এটিকে মোহনবাগান ও মুম্বাই সিটি এফসি-র হয়ে খেলেছেন গুরসিমরত। এদিকে বুধবার থেকেই ইস্টবেঙ্গলের সিনিয়র ফুটবলাররা অনুশীলন শুরু করে দিলেন। ভিসা সমস্যায় কোচ এখনও আসতে পারেননি। তবে দেশীয় ফুটবলাররা কোচ বিনা জর্জের অধীনে অনুশীলন শুরু করলেন। বৃহস্পতিবার রেনবোর বিরুদ্ধে ম্যাচ দিয়ে কলকাতা লিগ অভিযান শুরু করছে ইস্টবেঙ্গলের যুব দল। তবে সরকারি ঘোষণা হয়নি। কিন্তু নিশ্চিত খবর মোহনবাগানে সই করে দিয়েছেন সাহাল আব্দুল সামাদ। অন্যদিকে মোহনবাগান ছেড়ে কেরলে গেলেন অধিনায়ক প্রীতম কোটাল। সাহালকে পেতে ট্রান্সফার ফি এবং তার মাইনে হিসেবে মোটামুটি চার কোটি টাকা খরচ করল সবুজ মেরুন।