অমৃতসরের স্বর্ণ মন্দিরে সুখবীর সিং বাদলকে লক্ষ্য করে গুলির চেষ্টা

ছবি: এএনআই

আজ, বুধবার সকালে পাঞ্জাবের অমৃতসরের স্বর্ণ মন্দিরের প্রবেশদ্বারের কাছে চাঞ্চল্যকর ঘটনা। কড়া নিরাপত্তা বেষ্টনী ভেদ করে শিরোমণি আকালি দলের (এসএডি) সভাপতি সুখবীর সিং বাদলকে গুলি করে হত্যার চেষ্টা করল এক ব্যক্তি। শ্রী অকাল তখত সাহিব কর্তৃক ঘোষিত ধর্মীয় শাস্তির অংশ হিসাবে সুখবীর সিং অমৃতসরের স্বর্ণ মন্দিরে “সেবা” করার সময় এভাবে আক্রান্ত হন।

এদিন সকালে হুইলচেয়ারে থাকা এসএডি নেতা ঘাড়ে একটি ফলক এবং হাতে একটি বর্শা নিয়ে যখন তাঁর প্রথা পালন করছিলেন। একটি সংবাদ সংস্থার শেয়ার করা দৃশ্য অনুসারে, ৬০ বছর বয়সী এক ব্যক্তি বন্দুক বের করে বাদলকে তাক করার চেষ্টা করে। তবে, ঘটনাস্থলে উপস্থিত রক্ষীরা দ্রুত তাকে আটক করে ফেলেন। এই ঘটনায় বাদল অক্ষত ছিলেন। আততায়ী বন্দুকধারীকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ ঘটনাটির তদন্ত করছে বলে জানা গিয়েছে।

প্রসঙ্গত বাদল যে “সেবা” করছিলেন, তা ছিল সোমবার অকাল তখতের জঠেদার জ্ঞানী রঘবীর সিং কর্তৃক ঘোষিত ধর্মীয় শাস্তির অংশ। এসএডি শাসনামলে করা “ভুলের” প্রতিক্রিয়ায় এই শাস্তি জারি করা হয়েছিল। এর মধ্যে প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রকাশ সিং বাদলকে দেওয়া সম্মানসূচক উপাধি “ফখরে-ই-কৌম” প্রত্যাহার করা হয়েছিল।