• facebook
  • twitter
Thursday, 3 April, 2025

সংঘর্ষে নিহত মুখতার আনসারি গোষ্ঠীর ঘনিষ্ঠ বন্দুকবাজ অনুজ

অনুজ আদতে উত্তরপ্রদেশের মৌয়ের চিরাইয়াকোটের বাসিন্দা। সে উত্তরপ্রদেশের ‘ডন’ তথা রাজনীতিক মুখতার আনসারি গোষ্ঠীর গুরুত্বপূর্ণ মুখ।

ফাইল চিত্র

২৩টি মামলায় অভিযুক্ত ছিল মুখতার আনসারি ঘনিষ্ঠ বন্দুকবাজ অনুজ কনৌজিয়া। অবশেষে সেই কুখ্যাত অনুজ কনৌজিয়া উত্তরপ্রদেশের বিশেষ টাস্ক ফোর্স (এসটিএফ) -এর সঙ্গে সংঘর্ষে নিহত হয়েছে। নাগাল পেতে প্রশাসন তাঁর মাথার দাম ধার্য করেছিল আড়াই লক্ষ টাকা। শনিবার রাতে শেষ পর্যন্ত পুলিশের সংঘর্ষে নিহত হল ৫০ বছর বয়সী অনুজ।

জানা গিয়েছে, সম্প্রতি উত্তরপ্রদেশ এসটিএফ ও ঝাড়খণ্ড পুলিশ জামশেদপুরে যৌথ অভিযানে নামে। যৌথ বাহিনীকে লক্ষ্য করে গুলি চালায় অনুজ। ফলে এসটিএফের ডেপুটি সুপার ডিকে শাহি গুলির জেরে আহত হয়েছেন। যৌথ বাহিনীর পাল্টা গুলিতে প্রাণ হারায় অনুজ। আগে উত্তর প্রদেশ এসটিএফ অনুজের বিষয়ে কোনও তথ্য দিলে এক লক্ষ টাকা দেওয়া হবে বলে ঘোষণা করে। পরে সেই টাকার পরিমাণ বাড়িয়ে আড়াই লক্ষ টাকা করা হয়।

সম্প্রতি জামশেদপুরে অনুজ কনৌজিয়ার গতিবিধি নিয়ে গোয়েন্দারা কিছু খবর দিয়েছিলেন। সেই সূত্র ধরেই অভিযান শুরু হয়। কিন্তু অভিযানকারী দলকে লক্ষ্য করে গুলি ও বোমা ছোড়ে। অনুজ মোট ২০ রাউন্ড গুলি চালায় অনুজ। একটি গুলি ডেপুটি সুপারের কাঁধে এসে লাগে। তা সত্ত্বেও তিনি অভিযান বন্ধ করেন নি। পাল্টা অনুজকে লক্ষ্য করে বেশ কয়েকটি গুলি চালাতেই উদ্দেশ্য সফল হয়। গুরুতর জখম অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে দু’টি পিস্তল, কার্তুজ ও মোবাইল ফোন উদ্ধার করা হয়। সেই মোবাইলের তথ্য খতিয়ে তদন্ত প্রক্রিয়া আরও এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে পুলিশ।

প্রসঙ্গত অনুজ আদতে উত্তরপ্রদেশের মৌয়ের চিরাইয়াকোটের বাসিন্দা। সে উত্তরপ্রদেশের ‘ডন’ তথা রাজনীতিক মুখতার আনসারি গোষ্ঠীর গুরুত্বপূর্ণ মুখ। অনুজ তাঁর ডান হাত বলে পরিচিত। উত্তরপ্রদেশের বিভিন্ন জেলার বিভিন্ন থানায় তাঁর বিরুদ্ধে একাধিক মামলা দায়ের হয়েছে। আজমগড়ে বুলডোজ়ার চালিয়ে তাঁর বাড়ি ভেঙে ফেলেছে পুলিশ। তাঁর পরিবারের কয়েক জন সদস্যকেও গ্রেপ্তার করা হয়েছে।