দুই পায়ে দূর্বলতা সঙ্গে মাংসপেশির সমস্যা
গুলেন ব্যারি সিনড্রোম আক্রানত নন তো! যে কোনো বয়সের শিশু-কিশোর বা নারী-পুরুষ এ রোগে আক্রান্ত হতে পারে৷জিবিএসের মূল কারণ জীবাণুঘটিত হলেও প্রকৃতপক্ষে জীবাণু প্রতিরোধী ইমিউন সিস্টেমের অস্বাভাবিক আচরণের ফলে এ রোগের উৎপত্তি হয়৷ গুলেন ব্যারি সিনড্রোম বা সংক্ষেপে জিবিএস নামটি অতি অপরিচিত বৈকল্য ও রোগটির প্রাদুর্ভাব ভারত, বাংলাদেশে, মায়ানমারের নেহায়েত কম নয়৷ ‘ক্যাম্পাইলো ব্যাকটর জেজুনি’ দ্বারা