• facebook
  • twitter
Saturday, 23 November, 2024

‘বন্ধু ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দুর্দান্ত কথোপকথন’- জানালেন মোদী, কথোপকথনে মোদীকে ‘চমৎকার মানুষ’ বলে উল্লেখ ট্রাম্পের

আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে জয় নিশ্চিত হতেই বুধবার ডোনাল্ড ট্রাম্পকে ফোন করে অভিনন্দন জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বুধবার রাতে ট্রাম্পকে ফোন করে এক সঙ্গে কাজ করার বার্তা দেন তিনি। রাতে এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী পোস্ট করে জানান মোদী নিজেই। তিনি পোস্টে লেখেন, ' আমার বন্ধু ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দুর্দান্ত কথোপকথন হয়েছে। তাঁর অসাধারণ জয়ের জন্য তাঁকে অভিনন্দন।

আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে জয় নিশ্চিত হতেই বুধবার ডোনাল্ড ট্রাম্পকে ফোন করে অভিনন্দন জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বুধবার রাতে ট্রাম্পকে ফোন করে এক সঙ্গে কাজ করার বার্তা দেন তিনি। রাতে এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী পোস্ট করে জানান মোদী নিজেই। তিনি পোস্টে লেখেন, ‘ আমার বন্ধু ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দুর্দান্ত কথোপকথন হয়েছে। তাঁর অসাধারণ জয়ের জন্য তাঁকে অভিনন্দন। প্রযুক্তি, প্রতিরক্ষা, শক্তি, মহাকাশ এবং অন্যান্য ক্ষেত্রে ভারত-আমেরিকা সম্পর্ক আরও মজবুত করে তুলতে  তাঁর সঙ্গে কাজ করার জন্য উন্মুখ হয়ে রয়েছি।’

একটি সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, এই কথোপকথনে মোদীকে ‘চমৎকার মানুষ’ বলে উল্লেখ করেন ট্রাম্প। মোদীর প্রশংসা করতে গিয়ে ট্রাম্প বলেন গোটা বিশ্ব তাঁকে ভালোবাসে।

বুধবার দুপুরে সোশাল মিডিয়ায় ট্রাম্পের সঙ্গে তাঁর বেশ কিছু পুরনো ছবি পোস্ট করেছিলেন নরেন্দ্র মোদী। সেখানে তিনি লেখেন, ‘আসুন আমরা একসঙ্গে কাজ করি।’ ঐতিহাসিক জয়ের জন্য ট্রাম্পকে শুভেচ্ছা জানান তিনি । ভারত-আমেরিকা দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করতে আহ্বান জানান মোদী। পাশাপাশি বিশ্বে শান্তি বজায় রাখতে একত্রে কাজ করার কথাও বলেন।  প্রসঙ্গত, ২০১৬-২০ সালে ট্রাম্প যখন আমেরিকার প্রেসিডেন্ট ছিলেন তখন তিনি বেশ কয়েকবার  মোদীকে ‘বন্ধু’ বলে সম্বোধন করেন। শুধু তাই নয়, ২০২০ সালে দু’দিনের সফরে ভারতেও এসেছিলেন ট্রাম্প। নির্বাচনী প্রচারের সময়ও মোদীকে বন্ধু বলে সম্বোধন করেন ট্রাম্প। হোয়াইট হাউসে ট্রাম্পের প্রত্যাবর্তনে মোদীর বার্তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

২০১৯ সালে সেপ্টেম্বর মাসে টেক্সাসের হিউস্টনে ‘হাউডি মোদী’ সভার আয়োজন করা হয়। সেখানে বহু ভারতীয় বংশোদ্ভূত এবং প্রবাসী ভারতীয়দের সামনে ‘আব কি বার ট্রাম্প সরকার’ বলেছিলেন মোদী।  ২০২০–তে এক অনুষ্ঠানে মোদী বলেন ‘নমস্তে ট্রাম্প’ .  এই দু’টি অনুষ্ঠান যে দুই নেতার ‘গাঢ় বন্ধুত্বের’ বার্তা ছিল, তা ফের প্রমাণিত হল। 

মার্কিন সংবিধান অনুযায়ী, আগামী বছর জানুয়ারিতে ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন ডোনাল্ড ট্রাম্প। তার আগে পর্যন্ত ওভাল অফিসে প্রেসিডেন্ট হিসেবে থাকবেন বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনই। 

প্রসঙ্গত,  আমেরিকায় প্রায় ৫২ লক্ষ ভারতীয়ের বাস। এঁদের  মধ্যে ভোট দেওয়ার অধিকারী ২৬ শতাংশ। আমেরিকার নানা সংবাদমাধ্যমের দাবি, ঐতিহাসিক ভাবে ডেমোক্র্যাটদের সমর্থন করা ভারতীয়রা এ বার রিপাবলিকান প্রার্থীকে হাত উপুড় করে ভোট দিয়েছেন। অথচ হ্যারিস যেহেতু ভারতীয় বংশোদ্ভূত, তাই মনে করা হয়েছিল তিনি ভারতীয়দের ভোট বেশি পাবেন। কিন্তু বাস্তবে তা হয়নি।