• facebook
  • twitter
Tuesday, 29 April, 2025

আট রাজ্যের রাজ্যপাল বদল

প্রধানমন্ত্রী নরেন্দ্র মােদির মন্ত্রিসভার সম্প্রসারণ নিয়ে জল্পনা তুঙ্গে ঠিক সেইসময় আচমকাই। মঙ্গলবার আট রাজ্যের রাজ্যপাল বদল করল কেন্দ্র।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Photo: IANS)

প্রধানমন্ত্রী নরেন্দ্র মােদির মন্ত্রিসভার সম্প্রসারণ নিয়ে জল্পনা তুঙ্গে ঠিক সেইসময় আচমকাই। মঙ্গলবার আট রাজ্যের রাজ্যপাল বদল করল কেন্দ্র।

কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপির রাজ্যসভার সাংসদ থাওয়ারর্চাদ গেহলটকে কর্নাটকের নতুন রাজ্যপাল হিসেবে নিয়ােগ করা। কেন্দ্রীয় সমাজকল্যাণ মন্ত্রী ছিলেন তিনি। তাঁকে রাজ্যপাল করার অর্থ একজন মন্ত্রীর পদ ফাঁকা হওয়া।

স্বাভাবিকভাবে মােদির মন্ত্রিসভায় এখানে নতুন মুখ ঢুকবে। মিজোরামের রাজ্যপাল পি এস শ্রীধন পিল্লাইকে গোয়ার রাজ্যপাল করা হল। মিজোরামের নতুন রাজ্যপাল হলেন হরিবাবু কাম্ভামপাতি।

সত্যদেব নারায়ণ আর্যকে পাঠানাে হল ত্রিপুরার রাজ্যপালের দায়িত্ব দিয়ে। তিনি হরিয়ানার রাজ্যপাল ছিলেন। ত্রিপুরার রাজ্যপাল রমেশ দাসকে পাঠানাে হল ঝাড়খড়ের রাজ্যপাল করে।

বদারু দত্তাত্রেয় তিনি হিমাচল প্রদেশের রাজ্যপাল ছিলেন। তাকে পাঠানাে হল। হরিয়ানার রাজপালের দায়িত্বে হিমাচল প্রদেশের নতুন রাজ্যপাল হলেন রাজেন্দ্র বিশ্বনাথ আলেকর।

মদুভাই ছঙ্গনভাই প্যাটেল হলেন মধ্যপ্রদেশের রাজ্যপাল। তৃণমুল কংগ্রেস পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনকড়ের বদলের দাবিতে হলেও এক্ষেত্রে পরিবর্তন হয়নি।