• facebook
  • twitter
Wednesday, 30 October, 2024

রাজীব হত্যাকারীদের মুক্তি নিয়ে সিদ্ধান্ত জানাবেন রাজ্যপাল বনওয়ারিলাল পুরােহিত

রাজ্যপালকে অনুমােদন পাঠানাে হলেও দু'বছর ধরে প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধির হত্যাকারীদের মুক্তি দেওয়ার ব্যাপারে রাজ্যপাল কোনও সিদ্ধান্ত নিতে পারেননি।

রাজীব গান্ধি (Photo: IANS)

প্রশাসনের তরফে রাজ্যপালকে অনুমােদন পাঠানাে হলেও দু’বছর ধরে প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধির হত্যাকারীদের মুক্তি দেওয়ার ব্যাপারে রাজ্যপাল কোনও সিদ্ধান্ত নিতে পারেননি। ২০১৮ সালে তামিলনাড় সরকারের তরফে প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধির হত্যাকারীদের প্রিম্যাচিউর মুক্তি দেওয়ার সুপারিশ পাঠানাে হয়েছিল।

রাজ্যপালের কাছে ওই সাত হত্যাকারীকে প্রিম্যাচিউর মুক্তির অনুমােদন পাঠানাে হলেও তিনি এখনও কোনও সিদ্ধান্ত নেননি। রাজীব গান্ধি হত্যাকান্ডে অভিযুক্ত এ জি পেরিয়াভালান| শীর্ষ কোর্টের দ্বারস্থ হয়ে জেল থেকে মুক্তির আবেদন করেছিলেন।

তামিলনাড়ুর রাজ্যপাল বনওয়ারিলাল পুরােহিত রাজীব গান্ধির সাত হত্যাকারীকে মুক্তি দেওয়ার ব্যাপারে আগামি কয়েক দিনেক মধ্যে সিদ্ধান্ত নেবেন বলে সলিসিটর জেনারেল তুষার মেহতা শীর্ষ আদালতে জানিয়েছেন।

১৯৯১ সালে আত্মঘাতী হামলা চালিয়ে তৎকালীন প্রধানমন্ত্রী রাজীব গান্ধিকে হত্যা করা হয়েছিল। দু’বছরের বেশি সময় ধরে তামিলনাড়ু মন্ত্রিসভার অনুমােদন নিয়ে রাজ্যপাল কোনও সিদ্ধান্ত নিতে পারেননি। কমিটির তরফে শীর্ষ আদালতে জানানাে হয়, তদন্ত চলছে।  প্রাক্তন প্রধানমন্ত্রীর হত্যাকাণ্ডের নেপথ্যে যে বৃহৎ ষড়যন্ত্র রয়েছে তা এখনও তদন্তাধীন।

উল্লেখ্য, কমিটিতে সিবিআইও রয়েছে। সুপ্রিম কোর্টের বিচারপতি এল নাগেশ্বর রাও, বিচারপতি হেমন্ত গুপ্তা ও বিচারপতি অজয় রস্তোগির বেঞ্চ বলে, আমরা বিষয়টিতে নিজেদের ক্ষমতা প্রয়ােগ করতে চাই না। কিন্তু আমাদের এটা অদ্ভুদ লেগেছে যে রাজ্য সরকারের অনুমােদন দু’বছর ধরে পড়ে রয়েছে’।