সরকারের ৪২০০ কোটি টাকা খরচ করে কেন কুম্ভমেলা হয়? যােগীকে নিশানা করল কংগ্রেস

অসমের শিক্ষামন্ত্রী হেমন্ত বিশ্বশর্মা (Photo: Twitter/@himantabiswa)

বুধবার অসমের শিক্ষামন্ত্রী হেমন্ত বিশ্বশর্মা বলেছিলেন, সরকারি টাকায় কোরান শিক্ষা করা যাবে না। যদি কোরান শিক্ষার জন্য সরকারকে টাকা দিতে হয়, তাহলে তাে সরকারকে বাইবেল ও ত্রিপিটক শিক্ষার জন্যও টাকা দিতে হবে। আগামী নভেম্বর মাস থেকে অসমের সব মাদ্রাসা বন্ধ করে দেওয়া হবে, এমনই মন্তব্য করেছিলেন অসমের শিক্ষামন্ত্রী।

বিশ্বশর্মার এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার কুম্ভমেলার আয়ােজন নিয়ে প্রশ্ন তুললেন কংগ্রেস নেতা উদিত রাজ। কুম্ভমেলা নিয়ে যােগী সরকারকে নিশানা করে তাঁর মন্তব্য, উত্তরপ্রদেশ সরকার ৪২০০ কোটি টাকা খরচ করে কুম্ভমেলার আয়ােজন করে।তাহলে এই মেলা আয়ােজন করার যৌক্তিকতা কোথায়?

এই প্রসঙ্গে উদিত রাজের ব্যাখ্যা, সরকারের নিজস্ব কোনও ধর্ম নেই। তাই রাজ্য সরকার কেন ধর্মীয় অনুষ্ঠান করার জন্য টাকা খরচ করবে? তাহলে কি কুম্ভমেলা এবার বন্ধ হয়ে যাবে?