সরকারি উদাসীনতা, নিজের কবর নিজেই খুড়লেন তেলেঙ্গানার চাষী

প্রতিকি ছবি (Photo: iStock)

ভারতবর্ষে শেষ কয়েক বছরে কৃষক মৃত্যু, বিশেষত আত্মহত্যার সংখ্যা উল্কাগতিতে বেড়েছে। আর বেশির ভাগ ক্ষেত্রেই ঋণের চাপ, সারের দাম বৃদ্ধির মতাে বিষয়গুলাে সামনে উঠে এসেছে।

এবার সরকারি উদাসীনতার অভিযােগ তুলে আত্মহত্যার পথ তৈরিতে অভিনব পথ খুঁজলেন এক চাষী। প্রায় ৬ ফুট গভীর এক মানুষ সমান গর্ত খুঁড়ে নিজেই নিজেকে কবর দেয়ার চেষ্টা করনে তেলেঙ্গানার চাষী মেকা সুধাকর রেড্ডি।

ওই চাষীর অভিযােগ, জমির পাট্টার পাসবুক এবং নথি দিতে অস্বীকার করেছেন শুল্ক দপ্তরের আধিকারিকরা। অনেক চেষ্টা চরিত্র করেও কোনাে সুরাহা হয়নি। তাই শেষমেষ এমন পথ বেছে নিয়েছেন তিনি।


মােদি জমানায় ফসলের ন্যূনতম দাম না পেয়ে কৃষক আত্মহত্যার ঘটনা নতুন নয়। তবে নিজেকে নিজে জ্যান্ত কবর দেওয়ার মতাে ঘটনা বেনজির বলেই মানছেন সকলে। মাহবুদাবাদ জেলার ঐ চাষীর অভিযােগ, রাজনৈতিক নেতার অঙ্গুলিহেলনেই জমির কাগজপত্র আটকে রেখেছেন শুল্ক আধিকারিকরা। তবে তেলেঙ্গানার শুল্ক দপ্তরের বিরুদ্ধে এই অভিযােগ নতুন নয়।

তবে সুধাকরের আত্মহত্যার চেষ্টার খবর পৌঁছে গেছে সরকারের শীর্ষ মহলে। খবর গেছে মুখ্যমন্ত্রী ওয়াই এস আর জগন্মােহন রেড্ডির কাছে। তড়িঘড়ি তদন্তের নির্দেশ দিয়েছেন তিনি। মুখ্যমন্ত্রীর দপ্তর সূত্রে খবর, অভিযােগ প্রমাণ হলে ঐ আধিকারিকের বিরুদ্ধে যথােপযুক্ত ব্যবস্থা নেয়া হবে।