• facebook
  • twitter
Friday, 22 November, 2024

বিসিসিআই পক্ষ থেকে অমিতাভ বচ্চনের হাতে গোল্ডেন টিকিট তুলে দেওয়া হল।

ভারত: বিশ্বকাপ শুরু হতে আর বেশিদিন বাকি নেই।  প্রতিটি ভেন্যুতে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। টিকিট নিয়ে ইতিমধ্যেই উন্মাদনা একেবারে তুঙ্গে। বিক্রি শুরুর কয়েক মিনিটের মধ্যেই শেষ টিকিট। এরইমধ্যে বিশ্বকাপের দল ঘোষণার দিনেই বড় চমক দিল বিসিসিআই। সূত্রের খবর, শ্রীলঙ্কার ক্যান্ডিতে পাঁচতারা হোটে‌লে যখন সাংবাদিক সম্মেলন করে বিশ্বকাপের দল ঘোষণা করছেন অজিত আগরকার এবং রোহিত শর্মা

ভারত: বিশ্বকাপ শুরু হতে আর বেশিদিন বাকি নেই।  প্রতিটি ভেন্যুতে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। টিকিট নিয়ে ইতিমধ্যেই উন্মাদনা একেবারে তুঙ্গে। বিক্রি শুরুর কয়েক মিনিটের মধ্যেই শেষ টিকিট। এরইমধ্যে বিশ্বকাপের দল ঘোষণার দিনেই বড় চমক দিল বিসিসিআই। সূত্রের খবর, শ্রীলঙ্কার ক্যান্ডিতে পাঁচতারা হোটে‌লে যখন সাংবাদিক সম্মেলন করে বিশ্বকাপের দল ঘোষণা করছেন অজিত আগরকার এবং রোহিত শর্মা জুটি, তখন ভারতে অন্য চমক দি‌লেন বিবিসিআই সচিব জয় শাহ। বিশ্বকাপ শুরুর এক মাস আগে অমিতাভ বচ্চনের হাতে গোল্ডেন টিকিট প্রদান করা হল বিসিসিআই পক্ষ থেকে। রূপোলি পর্দার তারকা হলেও বিগ বি-র ব্যপ্তি আরও বিস্তৃত। বর্তমান ভারতের কিংবদন্তিদের মধ্যে অন্যতম অমিতাভ বচ্চন। সিনেমার জগতের মানুষ হলেও খেলাধুলার প্রতি তাঁর সীমাহীন ভালোবাসা। সূত্রের খবর, জাতীয় ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে বার্তায় উল্লেখ করা হয়েছে, বিসিসিআইয়ের মাননীয় সচিব জয় শাহ অত্যন্ত সম্মাণিত লক্ষ-কোটির সুপারস্টার অমিতাভ বচ্চনের হাতে বিশ্বকাপের গোল্ডেন টিকিট প্রদান করেন। বিশ্বকাপ আয়োজনে যে একাধিক চমক দেবে বিসিসিআই, তা বলার অপেক্ষা রাখে না। তারই অন্যতম সিনিয়র বচ্চনকে গোল্ডেন কার্ড প্রদান। এরফলে বিশ্বকাপের বিভিন্ন ম্যাচে ভিআইপি বক্সে দেখা যাবে বিগ বি। তাঁর মতো তারকার উপস্থিতি যে দর্শকদের জন্য বাড়তি বোনাস হবে তা বলার অপেক্ষা থাকে না।