• facebook
  • twitter
Sunday, 8 September, 2024

পতন সোনার দামে  

কলকাতা, ২ জুলাই–  মাসের শুরুতেই সোনার দাম নিয়ে বড় খবর৷ মাসের প্রথমদিনে যেখানে অপরিবর্তিত ছিল সোনার দাম, সেখানেই দ্বিতীয় দিনে কমে গেল সোনার দাম৷ তবে সোনার দাম কমলেও বেডে়ছে রুপোর দাম৷ আপনার যদি মাসের শুরুতেই সোনা বা রুপোর গহনা কেনার পরিকল্পনা থাকে, তবে আজকের দর কত রয়েছে, তা জেনেই দোকানে যান৷ ২২ ক্যারেট সোনার দাম-

কলকাতা, ২ জুলাই–  মাসের শুরুতেই সোনার দাম নিয়ে বড় খবর৷ মাসের প্রথমদিনে যেখানে অপরিবর্তিত ছিল সোনার দাম, সেখানেই দ্বিতীয় দিনে কমে গেল সোনার দাম৷ তবে সোনার দাম কমলেও বেডে়ছে রুপোর দাম৷ আপনার যদি মাসের শুরুতেই সোনা বা রুপোর গহনা কেনার পরিকল্পনা থাকে, তবে আজকের দর কত রয়েছে, তা জেনেই দোকানে যান৷

২২ ক্যারেট সোনার দাম-
২২ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম রয়েছে ৬৬২৪ টাকা৷ ১০ গ্রাম সোনা কিনতে খরচ পড়বে ৬৬ হাজার ২৪০ টাকা৷ গতকালের তুলনায় ১০ টাকা দাম কমেছে সোনার৷
২২ ক্যারেটের ১০০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৬ লক্ষ ৬২ হাজার ৪০০ টাকা৷ গতকালের তুলনায় ১০০ টাকা দাম কমেছে৷

২৪ ক্যারেটের সোনার দাম-
২২ ক্যারেটের মতো ২৪ ক্যারেটের সোনার দামও আজ সামান্য কমেছে৷ ২৪ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম রয়েছে ৭২২৭ টাকা৷ ১০ গ্রাম সোনার দাম রয়েছে ৭২ হাজার ২৭০ টাকা৷ গতকালের তুলনায় ১০ টাকা দাম কমেছে৷
২৪ ক্যারেটের ১০০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৭ লক্ষ ২২ হাজার ৭০০ টাকা, যা গতকালের তুলনায় ১০০ টাকা কম৷

১৮ ক্যারেটের সোনার দাম-
২২ ও ২৪ ক্যারেটের সোনার দাম কমলেও, ১৮ ক্যারেটের সোনার দাম বেডে়ছে আজ৷ ১ গ্রাম সোনার দাম রয়েছে ৫৪২২ টাকা৷ ১০ গ্রাম সোনার দাম রয়েছো ৫৪ হাজার ২২০ টাকা৷ ১৮ ক্যারেটের ১০০ গ্রাম সোনা কিনতে আজ খরচ পড়বে ৫ লক্ষ ৪২ হাজার ২০০ টাকা৷ যা গতকালের দামের তুলনায় ১০০ টাকা বেশি৷

রুপোর দাম-
আজ ১০০ গ্রাম রুপোর দাম রয়েছে ৯ হাজার ৩০ টাকা, যা গতকালের তুলনায় ১০ টাকা বেশি৷ ১ কেজি রুপো কিনতে খরচ পড়বে ৯০ হাজার ৩০০ টাকা৷