• facebook
  • twitter
Friday, 22 November, 2024

আট সংখ্যাই পাখির চোখ  

রথীন কুমার চন্দ সোনায় সোহাগা, অতি নিন্দুকেরা প্রশ্ন তুলবেন কেন? সোনার দাম লাগামছাড়া, সোনার আংটি ব্যাকা হলেও তার মূল্য অনেক৷ সোনার দাম সাতের কোটা ছাড়িয়ে আটের দিকে ধাবমান৷ সাত সংখ্যা তার একঘেয়েমি ধরে গেছে, ঘেন্না ধরেছে, অচ্ছুৎ হয়েছে সাত সংখ্যা, তাই আট সংখ্যাকে পাখির চোখ করে ধাবমান হয়েছে তার দামের গতি প্রকৃতি৷ সোনায় সোহাগা হয়েছে

রথীন কুমার চন্দ
সোনায় সোহাগা, অতি নিন্দুকেরা প্রশ্ন তুলবেন কেন? সোনার দাম লাগামছাড়া, সোনার আংটি ব্যাকা হলেও তার মূল্য অনেক৷ সোনার দাম সাতের কোটা ছাড়িয়ে আটের দিকে ধাবমান৷ সাত সংখ্যা তার একঘেয়েমি ধরে গেছে, ঘেন্না ধরেছে, অচ্ছুৎ হয়েছে সাত সংখ্যা, তাই আট সংখ্যাকে পাখির চোখ করে ধাবমান হয়েছে তার দামের গতি প্রকৃতি৷ সোনায় সোহাগা হয়েছে বাজারের তাপমাত্রা, প্রকৃতি একদিকে রুদ্ররোষ পরিত্যাগ করছেন, সোনা তার দর দামের বাজারে আগুনে ফুলকি ঝরিয়ে, তাতাচ্ছে বাজারের সেনসেক্স৷
সাধারণের ধরা ছোয়ার বাইরে সোনার দাম, দামের তাপ বিশ্ব উষ্ণায়নের থেকে মারাত্মক হতে চলেছে আগামী দিনে৷ সোনার মহার্ঘ হওয়া কেউ রুখতে পারবে না, এমনিতেই সোনা মহার্ঘ ছিল, আবার তার দামের বহর তার জাত চেনাচ্ছে৷
সোনার দাম কোথায় গিয়ে ক্র্যাশ ল্যান্ড করবে তার কোন হদিশ, ঠিকানা পাওয়া যাচ্ছে না৷  ব্রিটিশ যুগে যেমন যাত্রীদের ফাস্ট ক্লাস, সেকেন্ড ক্লাস ও থার্ড ক্লাস যাত্রী ছিল৷ সোনার দামের ঝলসানি, চাকা সচল করে সাপ লুডো, তেল মাখা বাঁশের অঙ্কে জনগন নাগাল পায় না দামের মইতে৷ যাত্রীদের ফাস্ট ক্লাস শ্রেণী নাগাল পাবে সোনার দামের৷
সোনায় মোড়ানো যাবে না, বাঁকানো সোনার দাম কানাকডি় নয়৷