• facebook
  • twitter
Saturday, 23 November, 2024

প্রয়াত গোয়ার মুখ্যমন্ত্রী মনোহর পারিক্কর

দীর্ঘ অসুস্থতার পর রবিবার শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন গোয়ার মুখ্যমন্ত্রী মনোহর পারিক্কর। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৩ বছর। অনেক দিন ধরেই মুখ্যমন্ত্রী অগ্ন্যাশয়ের ক্যানসারে ভুগছিলেন।

মনোহর পারিক্কর (File Photo: IANS)

পানাজি, ১৭ মার্চ – দীর্ঘ অসুস্থতার পর রবিবার শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন গোয়ার মুখ্যমন্ত্রী মনোহর পারিক্কর। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৩ বছর। অনেক দিন ধরেই মুখ্যমন্ত্রী অগ্ন্যাশয়ের ক্যানসারে ভুগছিলেন। আজ তাঁর মৃত্যুর খবর ট্যুইট করে শোকজ্ঞাপন করেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। সোমবার রাষ্ট্রীয় শোক পালনের নির্দেশ জারি করেছে কেন্দ্রীয় সরকার।

অসুস্থ থাকাকালীনই মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করার আপ্রাণ চেষ্টা করে গেছেন। তাঁকে বিশ্রামে পাঠিয়ে সেই জায়গায় নতুন কাউকে আনার কথা চিন্তাভাবনা করেছিল বিজেপি। গত অক্টোবরেই অস্ত্রোপচার হয় পরিক্করের। তারপর থেকেই প্রায় দিনই অসুস্থ থাকতেন তিনি। প্রায় তাঁকে দিল্লিতে নিয়ে আসা হচ্ছিল চিকিৎসার জন্য। গত মাসে গোয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে মনোহর পরিক্করকে ভর্তি করা হয়েছিল। তারপর থেকেই তাঁর শারীরিক অবস্থার আরও অবনতি হয়। শনিবার সে কথা জানিয়েছিলেন রাজ্যের বিজেপি নেতা, ডেপুটি স্পিকার মাইকেল লোবো।

গোয়ার মুখ্যমন্ত্রী মনোহর পরিক্করের মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করেছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। তিনি ট্যুইটারে লিখেছেন, ‘শ্রী মনোহর পরিক্করের মৃত্যুতে আমি শোকস্তব্ধ। দীর্ঘদিন ধরেই অত্যন্ত সাহসিকতার সঙ্গে যন্ত্রণার সঙ্গে লড়াই করছিলেন। অত্যন্ত নিষ্ঠার সঙ্গে গোয়া এবং দেশের সাধারণ মানুষের সেবা করে গিয়েছেন। ওঁর অবদান কখনও ভোলা যাবে না।’

মনোহর পরিক্করের মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদি। গোয়ার মুখ্যমন্ত্রী এবং প্রাক্তন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী হিসাবে তাঁর অবদানের কথা তিনি স্মরণ করেন। বিজেপির বর্ষীয়ান নেতা লালকৃষ্ণ আদবানি মনোহর পারিক্করের মৃত্যু সংবাদ পাওয়ার পর তাঁর নির্ধারিত বৈঠক বাতিল করে দেন। তিনি জানান, ‘গোয়ায় মোদির হয়ে প্রচারে ঝড় তোলার কেউ রইল না। মোদির সাফল্যের চাবিকাঠি ছিল পরিক্করের হাতে।’

কংগ্রেস সভাপতি রাহুল গান্ধি জানিয়েছেন, ‘গোয়ার মুখ্যমন্ত্রী মনোহর পরিক্করের মৃত্যু সংবাদে আমি অত্যন্ত ব্যথিত। এক বছরের বেশি সময় ধরে মারণ রগের বিরুদ্ধে লড়াই করছিলেন তিনি। সব রাজনৈতিক দলের নেতারা ওঁকে শ্রদ্ধা করেন। গোয়ার অন্যতম প্রিয় সন্তান উনি। এই দুঃখের মুহূর্তে ওঁর পরিবারকে সমবেদনা জানাই।’

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরিক্করের মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করেছেন। ট্যুইটারে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ‘গোয়ার মুখ্যমন্ত্রী মনোহর পরিক্করের প্রয়ানে ব্যথিত। অত্যন্ত ধৈর্যের সঙ্গে অসুস্থতার সঙ্গে লড়াই করে গিয়েছেন। ওঁর পরিবার এবং অনুরাগীদের সমবেদনা জানাই।’

রাজনৈতিক জীবনে চারবারের গোয়ার মুখ্যমন্ত্রী হয়েছিলেন মনোহর পরিক্কর। তিনি কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রিও ছিলেন। সাধারণ মানুষের খুব কাছের লোক ছিলেন পরিক্কর। তাঁর হাত ধরেই গোয়ায় বিজেপি নিজের শক্তি বৃদ্ধি করতে পেরেছিলেন। ১৯৫৫ সালে পর্তুগিজ শাসিত গোয়ায় মাপুসায় জন্মগ্রহণ করেছিলেন মনোহর পরিক্কর। ১৯৭০ সালে তরুণ পরিক্কর আরএসএস দলে সামিল হন। মাত্র ২৬ বছর বয়সে মাপুসায় আরএসএসের হয়ে সক্রিয় কার্যকলাপে যোগ দেন। আইআইটি বোম্বে থেকে ১৯৯৪ সালে বিজেপির হয়ে গোয়া বিধানসভায় প্রথম বিধায়ক নির্বাচিত হন। ২০০০ সালে তিনি বিজেপির প্রথম মুখ্যমন্ত্রী নির্বাচিত হন।