• facebook
  • twitter
Thursday, 3 April, 2025

ইদের আগে মহারাষ্ট্রের মসজিদে বিস্ফোরণ, গ্রেপ্তার দুই

ইদের আগে মহারাষ্ট্রের মসজিদে বিস্ফোরণ ঘিরে চাঞ্চল্য। রবিবার ঘটনাটি ঘটেছে বীড় জেলার গেভরাই তহসিলের অর্ধ মাসালা গ্রামে।

ইদের আগে মহারাষ্ট্রের মসজিদে বিস্ফোরণ ঘিরে চাঞ্চল্য। রবিবার ঘটনাটি ঘটেছে বীড় জেলার গেভরাই তহসিলের অর্ধ মাসালা গ্রামে। জিলেটিন স্টিক ব্যবহার করে বিস্ফোরণ ঘটানো হয়। বিস্ফোরণে জড়িত থাকার অভিযোগে দুই অভিযুক্তকে পাকড়াও করেছে পুলিশ। তাঁরা স্থানীয় বাসিন্দা বলেই প্রাথমিক ভাবে জানা গিয়েছে। বিস্ফোরণের জেরে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। বাসিন্দাদের আতঙ্কিত হতে বারণ করছে প্রশাসন। আইনশৃঙ্খলা পরিস্থিতির যাতে অবনতি না হয়, সেদিকেও কড়া নজর রেখেছে পুলিশ। কী কারণে বিস্ফোরণ ঘটানো হল, তা তদন্ত করে দেখা হচ্ছে।

আনুমানিক ভোর ৪টে নাগাদ কেঁপে ওঠে বীড়ের মসজিদ চত্বর। ধোঁয়ায় ঢেকে যায় চারপাশ। আচমকা বিস্ফোরণের জেরে স্থানীয়দের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়। বিস্ফোরণের জেরে কেউ হতাহত কেউ হয়েছেন কি না, তা এখনও স্পষ্ট হয়নি। সূত্রের খবর, একজন ব্যক্তি পেছন দিক থেকে মসজিদে প্রবেশ করে এবং সেখানে কিছু জেলটিন স্টিক রেখে দেয় বলে অভিযোগ, যার ফলে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে মসজিদের অভ্যন্তরে বেশ কিছু ক্ষয়ক্ষতি হয়েছে। দেওয়ালের একাংশ খসে গিয়েছে। গ্রামের মোড়ল মারফত খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছিল পুলিশ।

বিস্ফোরণের খবর পেয়ে বীড়ের পুলিশ সুপার নবনীত কানওয়াত এবং অন্যান্য ঊর্ধ্বতন আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছান। পুলিশ সূত্রে খবর, বোমা নিষ্ক্রিয়কারী দলের সঙ্গে ফরেনসিক বিশেষজ্ঞদের একটি দলও ঘটনাস্থলে পৌঁছেছে। পুলিশ সুপারিনটেনডেন্ট কানওয়াত বলেন, মসজিদের ভেতরে বিস্ফোরণের ঘটনায় বীড় পুলিশ দুইজনকে গ্রেপ্তার করেছে। অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং আইন অনুযায়ী তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। পুরো গ্রামে এখন পুলিশি টহলদারি চলছে। কানওয়াত জনগণকে গুজব না ছড়াতে এবং আইনশৃঙ্খলা বজায় রাখতে পুলিশকে সহায়তা করার জন্য আবেদন করেছেন।

তদন্তকারীদের অনুমান, এলাকায় সাম্প্রদায়িক হিংসা ছড়াতে এই ঘটনা ঘটিয়েছেন ওই দুই অভিযুক্ত। বিস্ফোরণকাণ্ডে তাঁদের সঙ্গে আরও কেউ জড়িত কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। কোথা থেকে অভিযুক্তরা জিলেটিন স্টিক পেয়েছিল তাও জানার চেষ্টা করছে পুলিশ।

News Hub