• facebook
  • twitter
Friday, 11 April, 2025

অরুণাচল প্রদেশে পাঁচদিন ধরে কিশোরীকে গণধর্ষণ, গ্রেফতার ৫

২৮ জুলাই নির্যাতিতার দিদি পুলিশের কাছে একটি অভিযোগ দায়ের করেন

প্রতীকী চিত্র

অরুণাচল প্রদেশে টানা পাঁচদিন ধরে গণধর্ষণের শিকার এক কিশোরী। এই রাজ্যের দাপোরিজোরের গান্ধীবাজার এলাকার এই ঘটনায় এখনও পর্যন্ত পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সুপার থুটান জাম্বা জানিয়েছেন, নাবালিকার মেডিক্যাল পরীক্ষা হয়েছে। তাকে পাঁচদিন আটকে রেখে নাবালিকার উপর অত্যাচার চালায় দুষ্কৃতীরা। তারপর তার বাবা-মায়ের হাতে তুলে দেওয়া হয়। এই ঘটনায় ধৃত পাঁচজনকে প্রথমে পুলিশ হেফাজতের নির্দেশ দেয় আদালত। বর্তমানে আদালতের নির্দেশে অভিযুক্তরা বিচারবিভাগীয় হেফাজতে রয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ২৮ জুলাই নির্যাতিতার দিদি পুলিশের কাছে একটি অভিযোগ দায়ের করেন। এরপরই বিয়য়টি প্রকাশ্যে আসে। সেই এফআইআরের ভিত্তিতে অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা (বিএনএস)-র সংশ্লিষ্ট ধারা ও পকসো আইনে মামলা রুজু করা হয়। এরপর পুলিশ ওই দুষ্কৃতীদের বিরুদ্ধে পদক্ষেপ শুরু করে।