দ্বিতীয় মােদি সরকারের পূর্ণাঙ্গ বাজেট ১০ জুলাই

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (File Photo: IANS)

আগামী ৩০ মে বিদায়ী প্রধানমন্ত্রী নরেন্দ্র মােদি দ্বিতীয়বার প্রধানমন্ত্রী পদে শপথ নিতে চলেছেন সন্ধ্যা ৭টায়।

দ্বিতীয়বার নরেন্দ্র মােদির শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ পাঠানাে হচ্ছে বিআইএমএসটিইসি’র (বা বে অব বেঙ্গল ইনিসিয়েটিভ ফর মাল্টি সেক্টোরাল টেকনিক্যাল অ্যান্ড ইকনমিক কো-অপারেশন) অন্তর্ভুক্ত দেশগুলির রাষ্ট্রপ্রধানদের।

ভারত ছাড়াও এই আঞ্চলিক সংগঠনের সদস্য দেশগুলি হল বাংলাদেশ, মায়ানমার, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, নেপাল এবং ভুটান বলে সূত্রের খবর।


দ্বিতীয় মােদি সরকার গঠিত হওয়ার পর নতুন সরকার ২০১৯-২০ আর্থিক বছরের পূর্ণাঙ্গ বাজেট পেশ হতে চলেছে আগামী ১০ জুলাই। এর আগে ফেব্রুয়ারি সামলে লােকসভা নির্বাচন থাকায় প্রথম মােদি সরকার ভােট অন অ্যাকাউন্ট পেশ করেছিল।

সূত্রের খবর অনুযায়ী সরকার গঠন হওয়ার পর ১৫ জুলাইয়ের মধ্যে কেন্দ্রীয় বাজেটের যাবতীয় কাজ শেষ হয়ে যায়। তাই পূর্ণাঙ্গ বাজেট পেশ হওয়ার সম্ভাবনা রয়েছে আগামী ১৯ জুলাই বলে জানা গেছে।