দিল্লি, ৪ জুলাই – দেশের মোট ১১১টি সংস্থার তৈরি মশলার লাইসেন্স বাতিল করল কেন্দ্রীয় খাদ্য গুণমান যাচাই বিভাগ বা ফুড সেফটি স্ট্যান্ডার্ডস অথরিটি অফ ইন্ডিয়া । অভিযোগ, এইসব মশলায় মেশানো রয়েছে বিপজ্জনক মাত্রায় রাসায়নিক। আরও নমুনা পরীক্ষার অপেক্ষায় রয়েছে। আশঙ্কা করা হচ্ছে , ভবিষ্যতে আরও সংস্থার উপর নিষেধাজ্ঞা জারি হতে পারে। দেশজুড়ে মশলার নমুনা পরীক্ষা চালাচ্ছে এফএসএসএআই।