দিল্লি ও কলকাতা, ২৪ জানুয়ারি – প্রচন্ড শীতে জবুথবু দিল্লি থেকে দার্জিলিং। একদিকে শৈত্যপ্রবাহ, অন্যদিকে বুধবার ভোর থেকে মেঘাচ্ছন্ন আকাশ আর বেলা হতেই ঝির ঝির বৃষ্টিতে শীত আরও জাঁকিয়ে বসে। বুধবার ভোর থেকেই ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়ে যায় রাজধানী দিল্লি। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশা কেটে সূর্যের দেখা মিললেও হালকা বৃষ্টির পূর্বাভাস দিয়েছিল মৌসম ভবন। দিল্লি এবং তার সংলগ্ন এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হয় । শুধু তাই নয়, রাজধানী-সহ উত্তর ভারতের একাধিক এলাকার উপর দিয়ে বয়ে গেছে শৈত্যপ্রবাহ।
এ দিকে, হিমাচল প্রদেশ, পশ্চিমবঙ্গ, অসম, মেঘালয় এবং মিজোরামের বিভিন্ন এলাকায় সকাল কুয়াশাচ্ছন্ন থাকবে। বৃহস্পতিবার পর্যন্ত এই ৫ রাজ্যে আবহাওয়া পরিবর্তনের কোন সম্ভাবনা নেই বললেই চলে।
মৌসম ভবন জানিয়েছে, আগামী তিন দিন উত্তর ভারতের প্রায় সব রাজ্যই শীতের আমেজে মোড়া থাকবে । এখনই শীত বিদায় নেওয়ার সম্ভাবনা নেই। রাজস্থান, মধ্যপ্রদেশের বিস্তৃর্ণ এলাকায় শৈত্যপ্রবাহ চলবে। সকাল এবং রাতের দিকে শীতের আমেজ উপভোগ করবেন বাসিন্দারা।
এদিকে এ রাজ্যেও বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দিয়েছিল আলিপুর আবহাওয়া দফতর। মঙ্গলবার রাত থেকেই হালকা বৃষ্টি শুরু হয়েছিল কোথাও কোথাও । বুধবার সকাল থেকেও একই ছবি ছিল কলকাতা-সহ বিভিন্ন জেলায় । দিন কেটে সন্ধ্যা নামতে ফের শুরু হয় ঝিরঝিরে বৃষ্টি। আকাশও ছিল মেঘলা ।
আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ ও বীরভূম বাদ দিয়ে সব জেলায় হালকা বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর । বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে বাংলায়। ঝাড়খণ্ড, তেলেঙ্গানা ও ছত্তিসগড়ের উপর অবস্থান করছে একটি নিম্নচাপ অক্ষরেখা। সেটি ধীরে ধীরে কলকাতার দিকে এগোচ্ছে। সেই কারণেই বৃষ্টির পরিমাণ বাড়ছে বলে মনে করা হচ্ছে।