• facebook
  • twitter
Saturday, 23 November, 2024

চল্লিশ বছর পর পুদুচেরি মহিলা মন্ত্রী পেল

সেই ১৯৮০ সাল থেকে ১৯৮৩ সাল অবধি কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরিতে মহিলা মন্ত্রী ছিলেন রেনুকা আপ্পাদুরাই। তখন তিনি কংগ্রসের তরফে শিক্ষা দফতরের মন্ত্রী ছিলেন।

চন্দ্রিকা প্রিয়াঙ্গ (Photo:Facebook@Vijay Kumar)

সেই ১৯৮০ সাল থেকে ১৯৮৩ সাল অবধি কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরিতে মহিলা মন্ত্রী ছিলেন রেনুকা আপ্পাদুরাই। তখন তিনি কংগ্রসের তরফে শিক্ষা দফতরের মন্ত্রী ছিলেন। মাঝখানে চল্লিশটা বছর পর কোন মহিলা মন্ত্রী পাইনি পুদুচেরি এবার পেল।

রবিবার দেশের রাষ্ট্রপতি এবং উপরাজ্যপালের অনুমতিক্রমে মুখ্যমন্ত্রী এন রঙ্গস্বামীর নেতৃত্বে নতুন পাঁচ জন মন্ত্রী শপথ গ্রহণ করলেন। এদের মধ্যে একমাত্র মহিলা মন্ত্রী হিসাবে চন্দ্রিকা প্রিয়াঙ্গ রয়েছেন।

তিনি জোট সরকারের বৃহত্তম দল এআইএনআরসির বিধায়ক। এই দলের অপর দুজন নতুন মন্ত্রী হলেন কে লক্ষ্মীনায়ারন সিজাকুমার। এছাড়া বিজেপি দু জন মন্ত্রী হলেন, এ নামাশিব্যম, জে সবর্ণকুমার। দীর্ঘ চল্লিশ বছর কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরি মহিলা মন্ত্রী পাওয়ায় নতুন মাত্রা পেল।