কলকাতা:- ভারতের সংখ্যালঘুদের অধিকার নিয়ে মুখ খোলার জন্য আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট বারাক ওবামাকে নিশানা করলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। তিনি বলেছেন, ওবামার আমলে কতগুলি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ আক্রমণ করা হয়েছিল তা নিয়ে ভাবতে হবে। উল্লেখ্য, সূত্রের খবর, গত বৃহস্পতিবার এক সংবাদ মাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে বারাক ওবামা বলেন, ভারত যদি সংখ্যালঘুদের অধিকার রক্ষা না করে তাহলে ওই দেশ ভাগ হতো শুরু করবে। এদিন সেই কথারই প্রতিবাদ করেছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। নয়াদিল্লিতে জাতীয় নিরাপত্তা কনক্লেভে সাংবাদিকদের সঙ্গে আলোচনায় রাজনাথ সিং বলেন ওবামার জানা উচিত, ভারতের জনগণ ‘বসুধৈব কুটুম্বকম’ ধারণায় বিশ্বাস করে এবং সব মানুষকে একটি বৈশ্বিক পরিবারের সদস্য হিসেবে বিবেচনা করে। আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট বারাক ওবামার মন্তব্য নিয়ে প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে তিনি বলেন, ওনার এটাও চিন্তা করা উচিত উনি মার্কিন প্রেসিডেন্ট হিসেবে কতগুলি মুসলিম দেশ আক্রমণ করেছেন। রাজনাথ বলেছেন, ভারতের এখটি ধর্মনিরপেক্ষ চরিত্র রয়েছে। এই দেশে হিন্দু, মুসলিম এবং খ্রিস্টান-সহ বিভিন্ন ধর্মের মানুষ একত্রে মিলেমিশে বসবাস করে। রাজনাথ আরও বলেন, তিনি আত্মবিশ্বাসের সঙ্গে বলতে চান, মুসলিম দেশেও সেই সম্প্রদাায়ের ৭২ টি ভাগ টিকবে না। যা শুধুমাত্র ভারতই পাওয়া যাবে। তিনি এদিন বলেন, বিশ্বের কিছু শক্তি ভারত সম্পর্কে নেতিবাচক ধারণা তৈরি করার জন্য দায়ী। যে কয়েকটি মুসলিম দেশ আমেরিকা আক্রমণ করেছে, তা জনগণের তদন্ত করা উচিত বলে মন্তব্য করেছেন তিনি। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট বারাক ওবামাকে আক্রমণ করার একদিন পরে রাজনাথ সিং-এর মন্তব্য এদিন সামনে এল।