প্রয়াত ঝাড়গ্রামের প্রাক্তন সাংসদ কুনার হেমব্রম

প্রয়াত হলেন ঝাড়গ্রাম লোকসভার প্রাক্তন সাংসদ কুনার হেমব্রম। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬২ বছর।  তিনি কলকাতার এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। শনিবার সকালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। প্রাক্তন সাংসদ বেশ কিছুদিন ধরেই বার্ধক্যজনিত অসুখে ভুগছিলেন। পরিবার ও হাসপাতাল সূত্রে জানানো হয়েছে গত কয়েকদিন আগে শারীরিক অসুস্থতা নিয়ে ঝাড়গ্রাম হাসপাতালে ভর্তি হন। তারপর গত বৃহস্পতিবার অবস্থার অবনতি হলে তাঁকে কলকাতার এসএসকেএম হাসপাতালে রেফার করা হয়। সেখানেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

২০১৯ সালে লোকসভা ভোটে বিজেপির প্রার্থী হয়েছিলেন কুনার হেমব্রম। বিপুল ভোটে তৃণমূল প্রার্থীকে পরাস্ত করে জয়ীও হন।  কিন্তু ২০২৪-এর লোকসভা ভোটে কুনারকে টিকিট দেয়নি বিজেপি। চিকিৎসক প্রণত টুডুকে প্রার্থী করেছিল তারা। টিকিট না পেয়ে আগেই বিজেপি ছাড়ার কথা ঘোষণা করেছিলেন কুনার। ঝাড়গ্রামে তৃণমূল প্রার্থী কালীপদ সোরেনের হয়ে প্রচার করবেন বলেও জানিয়েছিলেন।  গত লোকসভা নির্বাচনে বিজেপি দল এবং সাংসদ পদ থেকে ইস্তফা দিয়ে  তৃণমূলে যোগ দেন কুনার হেমব্রম। ২০২৪-এর মে মাসে ঝাড়গ্রামে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা ছিল।  সেই সভামঞ্চে তৃণমূলের পতাকা হাতে তুলেন তিনি।   

সাঁওতালি সাহিত্য সম্পর্কে তাঁর বিশেষ অনুরাগ ছিল। সাঁওতালি সাহিত্য রচনা ও প্রকাশের জন্য তাঁর ভূমিকা ছিল অপরিসীম।