কলকাতা:- ফুটবলপ্রেমীদের উন্মাদনা বাড়িয়ে মঙ্গলবার মোহনবাগান মাঠে যাবেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজ। মঙ্গলবার বিকেলে নিজেদের মাঠে কলকাতা পুলিশ ফ্রেন্ডশিপ কাপের ম্যাচে খেলবেন মোহনবাগানের প্রাক্তন ফুটবলাররা। বিপক্ষে কলকাতা পুলিশ কমিশনার অলস্টার দল। এই ম্যাচে আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী দলের গোলকিপার, কাতার বিশ্বকাপে গোল্ডেন গ্লাভ জেতা এমিলিয়ানো মার্টিনেজ মোহনবাগান মাঠে থাকবেন। সোমবার মোহনবাগানের পক্ষ থেকে এই ম্যাচের জন্য ১৮ জনের দল ঘোষণা করা হয়েছে। দলে মোহনবাগানের প্রাক্তন তারকারা রয়েছেন। মঙ্গলবার মোহনবাগানের হয়ে খেলবেন প্রাক্তন গোলকিপার হেমন্ত ডোরা ও শিলটন পাল। প্রাক্তন স্ট্রাইকার দীপেন্দু বিশ্বাসও আছেন। এছাড়া দলে আছেন প্রাক্তন তারকা দেবজিৎ ঘোষ, বাসুদেব মণ্ডল, অলোক দাস, দুলাল বিশ্বাস, শঙ্করলাল চক্রবর্তী, বিশ্বনাথ মণ্ডল, অমিত দাস, রিয়াজুল মুস্তাফা, হুসেন মুস্তাফি, শেখ আজিম, ডেনসন দেবদাস, সঞ্জয় মাঝি, গৌতম ঘোষ, সৌমিত্র চক্রবর্তী ও হাবিবুর রহমান মণ্ডল। দীর্ঘদিন পর মাঠে দেখা যাবে ন’য়ের দশকের তারকা হেমন্ত, বাসুদেব, অমিত, অলোক, দুলাল, সঞ্জয়, শঙ্করলাল, দেবজিৎ, দীপেন্দু, হুসেন, রিয়াজুলকে। এই ম্যাচের চেয়েও অবশ্য অনেক বেশি আকর্ষণ এমিলিয়ানোকে নিয়ে। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানাতে গিয়েছিলেন মোহনবাগান সচিব দেবাশিস দত্ত। তিনি এমিলিয়ানোকে সবুজ-মেরুন উত্তরীয় পরিয়ে দেন। এদিকে, আর্জেন্টিনার বিশ্বজয়ী গোলকিপারের কলকাতায় পা রাখার দিনই প্রকাশিত হল মোহনবাগানের ফুটবল দলের নতুন লোগো। আইএসএল চ্যাম্পিয়ন হওয়ার পর গোয়ার মাঠেই সঞ্জীব গোয়েঙ্কা ঘোষণা করেছিলেন। নতুন মরসুমে দলের নাম হবে মোহনবাগান সুপার জায়ান্ট। লোগোতে একটু পরিবর্তন আনা হয়েছে। পালতোলা নৌকার মাঝখানে লেখা রয়েছে ‘১৮৮৯’। দেশের সেরা হওয়ার পর এবার এএফসি কাপেও ভালো পারফরম্যান্স দেখাতে চাইছে মোহনবাগান সুপার জায়ান্ট।