প্রয়াত হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমপ্রকাশ চৌটালা

প্রয়াত হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী ওম প্রকাশ চৌটালা। ৮৯ বছর বয়সে তিনি গুরুগ্রামের মেদান্ত হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। শুক্রবার সকাল ১১.৩০ নাগাদ হাসপাতালে আনা হয় আইএনএলডি সুপ্রিমোকে। ১২টার পর তিনি মারা যান। চৌটালার মৃত্যুতে হরিয়ানা ও দেশের রাজনীতিতে শোকের ছায়া। ওমপ্রকাশ চৌটালা সাতবার বিধায়ক এবং পাঁচবার মুখ্যমন্ত্রী হয়েছেন।

ওম প্রকাশ হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী ও উপ-প্রধানমন্ত্রী চৌধুরী দেবী লালের ছেলে। ওম প্রকাশ ১৯৩৫ সালের ১ জানুয়ারি হরিয়ানার সিরসা জেলার চৌটালা গ্রামে জন্মগ্রহণ করেন। চৌটালা ছিলেন হরিয়ানার সপ্তম মুখ্যমন্ত্রী। তাঁর পিতা চৌধুরী দেবী লাল চৌটালা হরিয়ানা রাজ্য প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। পরে দেবী লাল হরিয়ানার মুখ্যমন্ত্রী এবং ভারতের উপ-প্রধানমন্ত্রী ছিলেন।

ওম প্রকাশ চৌটালা হরিয়ানার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। তিনি গ্রামীণ এলাকা ও কৃষকদের প্রতি সহানুভূতিশীল ছিলেন। ক্ষমতায় থাকাকালীন হোক বা বিরোধী দলে থাকার সময় হোক, তাঁর  বক্তৃতায় সবসময়ই এর প্রতিফলন ঘটেছে। তিনি হরিয়ানায় সবচেয়ে সক্রিয় নেতা হিসেবে পরিচিত ছিলেন।


লেখাপড়ার ইচ্ছে তাঁর বরাবরই ছিল, কিন্তু জীবনের ওঠাপড়ায় স্কুলের গণ্ডি পেরনোর স্বাদ অধরাই থেকে গিয়েছিল। শেষমেশ ৮৭ বছর বয়সে দশম এবং দ্বাদশের পরীক্ষায় পাশ করেন ওমপ্রকাশ। ইংরেজিতে তাঁর প্রাপ্ত নম্বর ১০০-র মধ্যে ৮৮। অন্যন্য বিষয়েও ভাল ফল করেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী।

তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেছে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-নেত্রীরা। হরিয়ানার মুখ্যমন্ত্রী নয়াব সিং সাইনি এক্স হ্যান্ডেলে লিখেছেন, আইএনএলডি সুপ্রিমো এবং হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী চৌধুরী ওম প্রকাশ চৌটালাজির মৃত্যুতে তাঁর প্রতি আমার বিনম্র শ্রদ্ধা। তিনি আজীবন রাষ্ট্র ও সমাজের সেবা করেছেন। তাঁর মৃত্যু দেশ ও হরিয়ানা রাজ্যের রাজনীতির জন্য অপূরণীয় ক্ষতি।

কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে লিখেছেন, হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং প্রবীণ নেতা ওম প্রকাশ চৌটালাজির মৃত্যুর খবরে আমি শোকাহত। তিনি হরিয়ানা ও দেশের সেবায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন। এই শোকের মুহূর্তে, আমরা তাঁর পরিবার ও সমর্থকদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি এবং বিদেহী আত্মার শান্তি কামনা করছি।