বছর ঘুরলেই দিল্লি বিধানসভা নির্বাচন। শাসক আম আদমি পার্টি পাশাপাশি লড়াইয়ের ময়দানে রয়েছে বিজেপি এবং কংগ্রেসও। একে অপরকে রাজনৈতিক আক্রমণ চলছে সমানতালে। এরই মধ্যে বিজেপির বিরুদ্ধে ভোটার তালিকায় কারচুপির অভিযোগ করলেন আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল। তাঁর অভিযোগ, বিজেপি ভোটার তালিকায় কারচুপি করার চেষ্টা করছে।
রাজ্যসভার সাংসদ রাঘব চাড্ডা এবং দিল্লি মুখ্যমন্ত্রী অতিশিকে পাশে নিয়ে সাংবাদিক বৈঠকে কেজরিওয়াল দাবি করেন, শক্তিশালী প্রার্থী ও যুক্তিপূর্ব ইস্যু না পেয়ে বিজেপি অবৈধভাবে ভোটে জিততে চাইছে। আপ প্রধানের কথায়, বিজেপি ইতিমধ্যেই ভোটে পরাজিত হয়েছে। ওদের কোনও মুখ্যমন্ত্রী মুখ নেই, এমনকী শক্তিশালী প্রার্থীও নেই। ওদের একমাত্র লক্ষ্য প্রভাব খাটিয়ে ভোটে জেতা। কিন্তু আমরা সেটা হতে দেব না।
দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রীর অভিযোগ, বিজেপি একটা মাত্র বিধানসভাতেই ১১০০০ ভোটারের নাম মোছার জন্য চিঠি দিয়েছে। মুখ্য নির্বাচন কমিশনারের হস্তক্ষেপে তা সম্ভব হয়নি। কেজরিওয়াল বলেন, আমরা সমস্ত পরিকল্পনার বিষয়টা ফাঁস করে কারচুপি রুখে দিয়েছি। ১৫ ডিসেম্বর এই কারচুপি শুরু হয়েছিল। ওই দিন ৫০০০ ভোটার ডিলিশন অ্যাপ্লিকেশন দেওয়া হয়। তারপর আরও ৭৫০০ অ্যাপ্লিকেশন দেওয়া হয়েছে আমার আসন নয়াদিল্লিতে। এর ফলে ১২ শতাংশ ভোট এদিক-ওদিক হতে পারে দাবি করেছেন কেজরিওয়াল।
কেজরিওয়ালের অভিযোগ, অপারেশন লোটাস এবার আমার কেন্দ্রেও এসে পৌঁছেছে। ওরা ভোটার তালিকায় কারচুপির ছক কষছে। সরকারি আধিকারিকদের হুঁশিয়ারি দিয়ে কেজরিওয়াল বলেন, আধিকারিকদের উদ্দেশে জানাতে চাই, যারা চাপের মুখে এই অন্যায়কে সমর্থন করছেন মনে রাখবেন কোনও না কোনও দিন সরকার বদলাবে। কেউ জিজ্ঞেস করবে ঠিক কার নির্দেশে এটা করেছিলেন, তখন বিপদে পড়বেন আপনি।