দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী আতিশী বিধানসভা বিরোধী দলনেতা হচ্ছেন। রবিবার এই ঘোষণা করলেন আপ নেতা গোপাল রাই। তিনি বলেন, সর্বসম্মতিক্রমে আতিশীকে বিধানসভায় দলের নেতা নির্বাচিত করা হয়েছে। দলের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সন্দীপ পাঠককে পর্যবেক্ষক হিসেবে নির্বাচিত করা হয়েছিল। আতিশীর নামটি সঞ্জীব ঝা প্রস্তাব করেছিলেন। সকল বিধায়কের মতামত নেওয়া হয়েছে।
এর পর, সর্বসম্মতিক্রমে আতিশীকে বিরোধী দলের নেতা নির্বাচিত করা হয়। দলের জাতীয় আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল সহ শীর্ষ নেতারা বৈঠকে উপস্থিত ছিলেন। এই বৈঠকে বিধানসভা অধিবেশনের কর্মসূচি নিয়েও আলোচনা করা হয়েছে। আপ সূত্রে খবর, দিল্লির মানুষ বিজেপিকে প্রতিশ্রুতির ভিত্তিতে নির্বাচিত করেছে। যদি মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা সেই প্রতিশ্রুতি ভঙ্গ করেন, তাহলে বিষয়টি বিধানসভায় তোলা হবে।
দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং কালকাজির আপ বিধায়ক, বিরোধী দলনেতা হওয়ার বিষয়ে আতিশী বলেন, দিল্লির মানুষ আম আদমি পার্টিকে বিরোধী দলের দায়িত্ব দিয়েছেন। বিরোধী দল হিসেবে আমরা আমাদের দায়িত্ব পালন করব। দিল্লির জনগণকে বিজেপি যে প্রতিশ্রুতি দিয়েছে, আম আদমি পার্টি তা পূরণ করবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, প্রথম মন্ত্রিসভার বৈঠকে ২৫০০ টাকা পাশ করা হবে, এটি মোদীজির গ্যারান্টি ছিল, কিন্তু তা পূরণ হয়নি।
আতিশী বলেন, আমি দিল্লির জনগণের কাছে প্রতিশ্রুতি দিচ্ছি, মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার কাছ থেকে ২৫০০ টাকা আদায় করব। বিজেপির দেওয়া প্রতিশ্রুতি পূরণ করতে হবে, এটি আমাদের এজেন্ডার শীর্ষে। যদি আপ সরকারের কাজ বন্ধ করার চেষ্টা করা হয়, তাহলে আমরা দিল্লির অধিকারের জন্য লড়াই করব।
দিল্লির অষ্টম বিধানসভার প্রথম অধিবেশন সোমবার, ২৪ ফেব্রুয়ারি শুরু হবে এবং ২৭ ফেব্রুয়ারি শেষ হবে। এই অধিবেশনে, পূর্ববর্তী আম আদমি পার্টি সরকারের কর্মক্ষমতা সম্পর্কে সিএজির ১৪টি বিচারাধীন প্রতিবেদনও উপস্থাপন করা হবে। অধিবেশনের দ্বিতীয় দিন অর্থাৎ ২৫ ফেব্রুয়ারি লেফটেন্যান্ট গভর্নর ভিকে সাক্সেনা ভাষণ দেবেন এবং ১৪টি সিএজি রিপোর্ট উপস্থাপন করা হবে। এরপর, লেফটেন্যান্ট গভর্নরের ভাষণ নিয়ে আলোচনা করা হবে।
ধন্যবাদ প্রস্তাবের উপর আলোচনা ২৭ ফেব্রুয়ারি চলবে। একই দিনে ডেপুটি স্পিকার নির্বাচন অনুষ্ঠিত হবে। বিজেপি স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচনের জন্য যথাক্রমে বিধায়ক বিজেন্দ্র গুপ্তা এবং মোহন সিং বিষ্টকে মনোনীত করেছে। ২৪ ফেব্রুয়ারি, মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা বিজেন্দ্র গুপ্তাকে বিধানসভার স্পিকার নির্বাচিত করার প্রস্তাব পেশ করবেন এবং মনজিন্দর সিং সিরসা এটি সমর্থন করবেন।
৭০ সদস্যের বিধানসভায় বিজেপির ৪৮ জন বিধায়ক থাকায় গুপ্তা এবং বিষ্ট উভয়েরই নির্বাচন নিশ্চিত বলে মনে করা হচ্ছে। বিজেপি বিধায়ক অরবিন্দর সিং লাভলিকে প্রোটেম স্পিকার নিযুক্ত করা হয়েছে। লাভলি সংসদের সভা শুরু হওয়ার পর থেকে নতুন স্পিকার নির্বাচিত না হওয়া পর্যন্ত স্পিকারের কার্যালয়ের দায়িত্ব পালন করবেন। নতুন সদস্যরা প্রোটেম স্পিকারের সামনে শপথ নেবেন।
দিল্লি বিধানসভা নির্বাচনে ঐতিহাসিক জয়ের পর, বিজেপি ২০ ফেব্রুয়ারি নতুন সরকার গঠন করে। রেখা গুপ্তাকে মুখ্যমন্ত্রী করে গেরুয়া শিবির। রেখা দিল্লির নবম মুখ্যমন্ত্রী হয়েছেন।