বছর ঘুরলেই দিল্লিতে বিধানসভা নির্বাচন। ইতিমধ্যেই নির্বাচনকে মাথায় রেখে ঘর গোছানোর কাজ শুরু করে দিয়েছে শাসক আম আদমি পার্টি, বিজেপি এবং কংগ্রেস। এরই মধ্যে রাজধানীতে বড় ধাক্কা খেল গেরুয়া শিবির। দীপাবলির দিন আম আদমি পার্টিতে যোগ দিলেন প্রাক্তন বিজেপি বিধায়ক ব্রহ্ম সিং তানওয়ার।
বৃহস্পতিবার দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির জাতীয় আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়ালের উপস্থিতিতে, ব্রহ্ম সিং তানওয়ার এবং তাঁর বেশ কয়েকজন সহকর্মী আপে যোগ দেন। অরবিন্দ কেজরিওয়াল ব্রহ্ম সিং তানওয়ারকে দলে স্বাগত জানান। আম আদমি পার্টির টুপি পরানো হয় ব্রহ্ম সিং তানওয়ারকে।
অরবিন্দ কেজরিওয়াল বলেন, তানওয়ারজি গত ৫০ বছর ধরে দিল্লির জনগণকে বিভিন্নভাবে সেবা করে চলেছেন। দিল্লির উন্নয়নে তাঁর অবদান অনেক। তিনি আম আদম পার্টিতে যোগ দেওয়ার দল আরও শক্তিশালী জল। এর ফলে দিল্লির উন্নয়ন আরও গতি পাবে।
সাংবাদিক সম্মেলনে বিধানসভা ভোট নিয়ে প্রশ্ন করা হলে অরবিন্দ কেজরিওয়ালকে বলেন, আমরা সব সময়ই নির্বাচনের জন্য প্রস্তুত। আমি মনে করি এবারও আম আদমি পার্টি সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করবে। আমরা আমাদের কাজের ভিত্তিতেই দিল্লিবাসীর কাছে ভোট চাইব। তানওয়ারজির মতো নেতার আম আদমি পার্টিতে যোগদানের মাধ্যমে এটি স্পষ্ট যে আমাদের দল জাতীয় স্তরে বিস্তৃত হচ্ছে। মানুষ আমাদের আদর্শে প্রভাবিত হচ্ছে।
প্রাক্তন বিজেপি বিধায়ক ব্রহ্ম সিং তানওয়ারও বলেন, আমি বিগত দিনে আম আদমি পার্টির কাজ দেখেছি। নাবালক বয়স থেকেই বিজেপির হয়ে কাজ করেছি। এখন আমার মনে হয়েছে, আমি আম আদমি পার্টিতে থেকে ভালো কাজ করতে পারব। এই কারণেই যখন আমি কেজরিওয়ালজির সঙ্গে দেখা করি। আম আদমি পার্টির হিয়ে কাজ করার ইচ্ছা প্রকাশ করি। কেজরিওয়ালজি আমাকে সমর্থন করেছেন, তার জন্য ধন্যবাদ।