বেঙ্গালুরু, ২২ এপ্রিল – রাজনীতির ময়দানে প্রতিপক্ষ হলেও কর্নাটকে সদ্য সন্তানহারা কংগ্রেস নেতার বাড়িতে গিয়ে পাশে থাকার আশ্বাস দিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। কর্নাটকের কংগ্রেস কাউন্সিলর নিরঞ্জন হিরেমথের পরিবারের সদস্যদের সঙ্গেও কথা বলেন তিনি। কলেজ পড়ুয়া কন্যার খুনের ঘটনার নিন্দা করেন তিনি। কংগ্রেস শাসিত কর্নাটকের পুলিশের উপর শোকাতুর এই পরিবারের কোনরকম আস্থা নেই বলে দাবি নাড্ডার। গোটা ঘটনায় সিবিআই তদন্তের দাবি জানান নাড্ডা।