কোনও মহিলাকে কুমারীত্ব পরীক্ষা করাতে বাধ্য করা যায় না। এটি সংবিধানের ২১ অনুচ্ছেদে উল্লেখিত জীবন ও স্বাধীনতার সুরক্ষার মৌলিক অধিকারকে লঙ্ঘন করে। এমনই পর্যবেক্ষণ ছত্তিশগড় হাইকোর্টের। উল্লেখ্য, স্ত্রীর কুমারীত্ব পরীক্ষার দাবিতে এক ব্যক্তি ফৌজদারি আবেদন করেছিলেন উচ্চ আদালতে। সেই আবেদনের জবাবে বিচারপতি অরবিন্দ কুমার বর্মা বলেন, কুমারীত্ব পরীক্ষার অনুমতি দেওয়া মৌলিক অধিকার, ন্যায়বিচারের মূল নীতি এবং তাঁর ব্যক্তিগত গোপনীয়তা রক্ষা ও মর্যাদার পরিপন্থী। স্ত্রীয়ের সঙ্গে আগে অন্য কোনও পুরুষের অবৈধ সম্পর্ক ছিল, এমন অভিযোগ করে স্ত্রীয়ের কুমারীত্ব পরীক্ষার দাবি জানিয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন এক ব্যক্তি। ওই মামলায় হাইকোর্টের বিচারপতি অরবিন্দ কুমার বর্মার পর্যবেক্ষণ, স্ত্রীকে তাঁর কুমারীত্বের প্রমাণ দিতে বাধ্য করা যাবে না। এমন পরীক্ষার অনুমতিও দেবে না বলে জানায় উচ্চ আদালত। স্ত্রীর কুমারীত্ব পরীক্ষা করাতে চেয়ে আবেদনকারীর দাবি ‘অসাংবিধানিক’ বলেও উল্লেখ করে হাইকোর্ট। কারণ এটি সংবিধানের ২১ অনুচ্ছেদের অধীন নারীর মর্যাদার অধিকার লঙ্ঘন করে। বিচারপতি বর্মা বলেন, ‘ভারতের সংবিধানের ২১তম অনুচ্ছেদ কেবল জীবন ও ব্যক্তিগত স্বাধীনতার অধিকারই দেয়নি, বরং মর্যাদার সঙ্গে বেঁচে থাকার অধিকারও সুনিশ্চিত করেছে, যা বিশেষভাবে নারীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।’ তাই তা কোনওভাবেই খর্ব করা যায় না।