এই ঘটনা ঘটেছে কর্নাটকের চিত্রদুর্গের একটি হাসপাতালে। যে চিকিৎসককে ছবিতে দেখা যাচ্ছে তিনি ড. অভিষেক। চিত্রদূর্গের জেলা হাসপাতালে দায়িত্বে রয়েছেন তিনি। সরকারি সেই হাসপাতালের ভিতরেই ছবি তোলার আয়োজন করেন তিনি।
ভিডিওতে দেখা যাচ্ছে, ওই চিকিৎসক এক রোগীর অস্ত্রোপচার করছেন। তাঁকে সহযোগিতা করছেন তাঁর হবু স্ত্রী। সব শেষে দেখা যাচ্ছে ওই রোগী উঠে বসছেন। ওটি-র মধ্যেই ক্যামেরা ও আলো নিয়ে ঘোরাফেরা করছেন বেশ কয়েকজন।
ভিডিওটি প্রকাশ্যে আসতেই শুরু হয় বিতর্ক। কীভাবে সরকারি হাসপাতালের ভিতরে এভাবে ফটোশ্যুট করা হলো, তা নিয়ে প্রশ্নের মুখে পড়তে হয়েছে প্রশাসনকে। এরপরই কর্নাটকের স্বাস্থ্যমন্ত্রী দীনেশ গুন্ডু রাও ওই চিকিৎসককে সাসপেন্ড করার নির্দেশ দেন। কর্নাটকের স্বাস্থ্য মন্ত্রী নিজের এক্স হ্যান্ডলের পোস্টে লেখেন, ‘‘চিকিৎসকদের কাছ থেকে এই ধরনের ব্যবহার আশা করা যায় না। রোগীদের স্বাস্থ্য পরিষেবা দেওয়ার জন্য হাসপাতাল তৈরি করা হয়েছে। চিকিৎসকদের ব্যক্তিগত কাজে ব্যবহার করার জন্য নয়।’’ এই ঘটনায় অসন্তোষ প্রকাশ করে তিনি লেখেন, ‘‘সকল চিকিৎসক এবং হাসপাতালের কর্মীকে সচেতন করা হচ্ছে। সকলেই যেন নিজেদের দায়িত্ব সঠিক ভাবে পালন করেন।’’