পাটনায় বন্যা পরিস্থিতি ভয়ানক চেহারা নিচ্ছে, সতর্কতা জারি

টানা তিন দিন ধরে লাগাতার ভারি বর্ষণের ফলে পাটনা সহ বিহারের একাধিক জেলায় বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। (Photo: IANS)

বাস-গাড়ি নয়, প্লাবিত সড়কে এখন যাতায়াতের মাধ্যম নৌকা- কোনও প্লাবিত গ্রামের চিত্র নয়, লাগাতার ভারী-অতিভারী বর্ষণের জেরে পাটনা শহরে নৌকা নামানাে হয়েছে। টানা বর্ষণের ফলে রাস্তায় জল জমার পাশাপাশি নিচু এলাকাগুলােয় সমস্ত বাড়িতে জল ঢুকে গেছে।

মুখ্যমন্ত্রী নীতীশ কুমার বন্যা পরিস্থিতি নিয়ে প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠক করেন। স্থানীয় প্রশাসনের তরফে জানানাে হয়েছে, বন্যা কবলিত এলাকাগুলােয় ৩২টি নৌকা নামানাে হয়েছে।

কয়েক হাজার মানুষের দৈনন্দিন জীবন থমকে গেছে। টানা তিন দিন ধরে লাগাতার ভারি বর্ষণের ফলে পাটনা সহ বিহারের একাধিক জেলায় বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। পাটনার নিচু জায়গায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। স্কুল কলেজ মঙ্গলবার পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ জারি করা হয়েছে।


শহরের হাসপাতালগুলােয় নিচের তলা জলে ডুবে গেছে। জাতীয় বিপর্যয় মােকাবিলা বাহিনীর তিনটি দলকে শহরে মােতায়েন করা হয়েছে। তারা উদ্ধারকাজ চালাচ্ছে। নৌকায় করে বন্যা কবলিত এলাকায় তারা উদ্ধারকাজ চালাচ্ছেন। আশা করা হচ্ছে আরও উদ্ধারকারী দলকে মােতায়েন করা হবে। বর্ষণজনিত কারণে বিহারে ১২ জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে পাটনায় চার জনের মৃত্যু হয়েছে।

মৌসম ভবনের তরফে জানানাে হয়েছে, পাটনা সহ একাধিক জেলায় ভারি থেকে অতিভারি বর্ষণের পূর্বাভাস দেওয়া হয়েছে। আবহাওয়া দফতরের তরফে জানানাে হয়েছে, ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বৃষ্টিপাত হবে।

পাটনা শহরের বৃহত্তম নালন্দা মেডিকেল কলেজ এন্ড হাসপাতাল সহ সরকার পরিচালিত হাসপাতালগুলাে জলের তলায়। সােশ্যাল মিডিয়ায় আপলােড করা ভিডিওগুলােয় দেখা যাচ্ছে হাসপাতালের ঘরের মধ্যে রােগিরা বেডের ওপর বসে রয়েছেন।

রাস্তায় জল থাকায় ব্যাপক যানজট তৈরি হয়েছে। রেল লাইনে জল দাড়িয়ে থাকায় একাধিক ট্রেন বাতিল করা হয়েছে। তবে কিছু ট্রেন দেরিতে চলছে। স্থানীয় বাসিন্দারা অভিযােগ করেছেন, গত দু’দিন ধরে বিদ্যুৎ নেই।

অভিনেতা মনােজ বাজপেয়ী বন্যা পরিস্থিতি নিয়ে টুইট করে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি লিখেছেন, ‘পাটনায় ভারি বর্ষণ ও বন্যার খবর পাওয়া যাচ্ছে। আশা করি সকলে নিরাপদে রয়েছেন’।