• facebook
  • twitter
Sunday, 8 September, 2024

অসমে বন্যায় ১০টি একশৃঙ্গ গণ্ডারসহ ২০০ বন্য প্রাণী হারাল কাজিরাঙা

দিসপুর, ১৫ জুলাই– আপাতত কিছু হলেও অসমে বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে৷ কিন্তু এই বন্যায় মানুষজন যতটা না ক্ষতিগ্রস্ত তার থেকেও বেশি ক্ষতি হয়েছে পৃথিবী বিখ্যাত কালিরাঙা জাতীয় উদ্যানের৷ এই বন্যায় বিলুপ্তপ্রায় একশৃঙ্গ গণ্ডারের জন্য পৃথিবী বিখ্যাত কাজিরাঙা জাতীয় উদ্যান ও ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্রের একাংশ ও ৪৬টি নজরদারি শিবির এখনও জলের তলায়৷ সোমবার বন কর্তৃপক্ষের তরফে যে বিবৃতিতে

দিসপুর, ১৫ জুলাই– আপাতত কিছু হলেও অসমে বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে৷ কিন্তু এই বন্যায় মানুষজন যতটা না ক্ষতিগ্রস্ত তার থেকেও বেশি ক্ষতি হয়েছে পৃথিবী বিখ্যাত কালিরাঙা জাতীয় উদ্যানের৷ এই বন্যায় বিলুপ্তপ্রায় একশৃঙ্গ গণ্ডারের জন্য পৃথিবী বিখ্যাত কাজিরাঙা জাতীয় উদ্যান ও ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্রের একাংশ ও ৪৬টি নজরদারি শিবির এখনও জলের তলায়৷ সোমবার বন কর্তৃপক্ষের তরফে যে বিবৃতিতে দেওয়া হয়েছে, তার থেকে জানা গিয়েছে, চলতি বন্যায় কাজিরাঙা ১০টি গণ্ডারসহ ২০০টি পশুপাখি হারিয়েছে৷ যা বেশসড় ক্ষতি বলে বর্ণনা করা হয়েছে৷
গত মে মাস থেকে অতিবৃষ্টির জেরে ব্রহ্মপুত্র সহ অন্যান্য নদনদী প্লাবিত হয়ে দফায় দফায় বন্যার কবলে পডে় অসম৷ কয়েক লক্ষ মানুষ কমবেশি ক্ষয়ক্ষতির মুখে পডে়ছে৷ ১৩০০ বর্গকিমি এলাকা জুডে় বিস্তৃত কাজিরাঙা জঙ্গল দেশের অন্যতম একটি বড় ও বিচিত্র সৌন্দর্যে ঘেরা বনাঞ্চল৷ এই জঙ্গলের অন্যতম সেরা আকর্ষণ হল বিলুপ্তপ্রায় একশৃঙ্গ গণ্ডার৷ এখানে ২৬০০-র বেশি একশৃঙ্গ গণ্ডার রয়েছে৷ পৃথিবীতে সবথেকে বেশি একশৃঙ্গ গণ্ডার কাজিরাঙাতেই রয়েছে৷ গণ্ডার ছাড়া ১৩৫টি বাঘ রয়েছে এখানে৷ পৃথিবীর সব প্রান্ত থেকে পর্যটক আসেন কাজিরাঙা দেখতে৷
সোমবার এক বুলেটিনে বন কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, বন্যায় ১৯৮টি বন্যপ্রাণের মৃতু্য হয়েছে৷ এর মধ্যে রয়েছে ১০টি গণ্ডার, ১৭৯টি বরা বা প্যারা হরিণ (বিলুপ্তপ্রায়), বারশিঙ্গা হরিণ, একটি ম্যাকাও, ২টি অন্য পাখি, একটি পেঁচা এবং ২টি সম্বর হরিণ৷
বুলেটিনে বলা হয়েছে, ২টি বরা হরিণের মৃতু্য জলে ডুবে হয়নি৷ তারা বাঁচার জন্য জঙ্গলঘেঁষা জাতীয় সড়ক পার হতে গিয়ে গাডি়র ধাক্কায় মারা গিয়েছে৷ বন্যার সময় পুলিশ কাজিরাঙার পাশ দিয়ে সমস্ত রাস্তায় গাডি় চলাচলের গতি বেঁধে দিয়েছিল৷
সূত্রে জানা গিয়েছে, অসমে বন্যায় গত ৮ বছরে ৮৫টি গণ্ডারের মৃতু্য হয়েছে৷ ২০১৭ সালে সর্বাধিক ২৪টি গণ্ডারের মৃতু্য হয়৷ কর্তৃপক্ষ জানিয়েছে, বন্যার জলে ভেসে যাওয়ার হাত থেকে বাঁচাতে ১৪৩টি বন্যপ্রাণকে উদ্ধার করা হয়েছিল৷ তাদের মধ্যে ১২৩টিকে জঙ্গলে ছেডে় দেওয়া হয়েছে৷ ২টি গণ্ডার সহ ৬টি পশুর চিকিৎসা চলাকালীন মৃতু্য হয়৷ ১০টি বরা হরিণসহ ১৪টি হরিণও চিকিৎসা শিবিরে মারা যায়৷