• facebook
  • twitter
Monday, 20 January, 2025

পুরুষতন্ত্রে আঘাত হেনে চলতি বছরে ভারতের পাঁচ ধনী মহিলা

দেশের সবচেয়ে ধনী মহিলার শিরােপা পেয়েছেন এইচসিএল টেকনােলজির চেয়ারপার্সন রােশনি নাদার। তাঁর সম্পদের পরিমাণ ৫৪ হাজার ৮৫০ কোটি টাকা।

রােশনি নাদার ও শিব নাদার (Photo: Getty)

নারীরা এখন স্বয়ংসম্পূর্ণা। তারা পুরুষতন্ত্রকে আঘাত করেছে। বিশ্বের সঙ্গে পা মিলিয়ে চলে ভারতীয় মহিলারা এগিয়ে চলেছেন। সম্প্রতি কোটাক ওয়েলথ হুরুণ ইন্ডিয়া রিচ লিস্ট প্রকাশ করেছে। সেই তালিকায় দেশের সবচেয়ে ধনী মহিলার শিরােপা পেয়েছেন এইচসিএল টেকনােলজির চেয়ারপার্সন রােশনি নাদার। তাঁর সম্পদের পরিমাণ ৫৪ হাজার ৮৫০ কোটি টাকা। চলতি বছর দেশের পাঁচ ধনী মহিলার তালিকায় যারা রয়েছেন তারা হলেন 

১) রােশনি নাদার: এইচসিএলের অন্যতম প্রতিষ্ঠাতা শিব নাদারের একমাত্র সন্তান রােশনি নাদার মালহােত্রা। মার্কিন ফোবর্স ম্যাগাজিনের ১০০ প্রভাবশালী মহিলার তালিকায় তিনি স্থান করে নিয়েছেন।

২) কিরণ মজুমদার শ: বায়ােকনের প্রতিষ্ঠাতা এবং ম্যানেজিং ডিরেক্টর। প্রকাশিত তথ্য অনুসারে তাঁর মােট সম্পদের পরিমাণ ৩৬ হাজার ৬০০ কোটি টাকা। তিনি প্রথম ভারতীয় মহিলা শিল্পোদ্যোগী যিনি গিভিং প্লেজ-এ স্বাক্ষর করেছেন। 

৩) লীনা গান্ধি তিওয়ারি: মুম্বই ভিত্তিক ঔষুধ এবং বায়াে প্রযুক্তি সংস্থা ইউএসভি-এর চেয়ারপার্সন লীনা গান্ধি তিওয়ারি। তাঁর সম্পত্তির পরিমাণ ২১,৩৪০ কোটি টাকা। লীনা গান্ধির ঠাকুরদা ভিতর গান্ধি রেভলনের সঙ্গে গাঁটছড়া বেঁধে ইউএসভি কোম্পানিটি তৈরি করেছিলেন। এই কোম্পানিটির আশি শতাংশ আয় আসে ঘরােয়া বাজার থেকে। 

৪) নীলিমা মােটাপার্তি: ওষুধ সংস্থা ডিভিস ল্যাবরেটরিজের ডিরেক্টর পদে আছেন। তাঁর মােট সম্পদের পরিমাণ ১৮ হাজার ৬২০ কোটি টাকা। ভারতের ধনী মহিলাদের মধ্যে চতুর্থ স্থানে রয়েছেন। 

৫) রাধা ভেম্বু: চেন্নাই ভিত্তিক সফটওয়্যার ডেভলপমেন্ট কোম্পানি জোহাে কর্পোরেশনের প্রতিষ্ঠাতা শ্রীধর ভেমুর বােন তিনি। রাধা ভেম্বুর মােট সম্পদের পরিমাণ ১১ হাজার ৫৯০ কোটি টাকা।