রাজস্থানের উদয়পুরে ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটেছে। হাইওয়েতে একটি গাড়ি ও একটি ডাম্পারের মধ্যে সংঘর্ষ হয়েছে। এই দুর্ঘটনায় ৫ যুবকের মৃত্যু হয়েছে। সূত্রের খবর, এক যুবক গাড়িটি হাইওয়ের ভুল দিকে নিয়ে যাচ্ছিল। নিহতদের মধ্যে হেড কনস্টেবলের ছেলেও রয়েছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সমস্ত মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।
সুখের থানা এলাকার আমবেরির কাছে হাইওয়েতে এই দুর্ঘটনা ঘটে। দেবারী যাওয়ার সময় একটি গাড়ি বিপরীত লেন দিয়ে যাচ্ছিল। গাড়িটিতে ৫ জন যুবক ছিলেন। সেই সময় একটি ডাম্পারের সঙ্গে গাড়িটির সংঘর্ষ হয়। সুখের পুলিশ পথচারীদের সহায়তায় ঘটনাস্থলে পৌঁছে গাড়িতে থাকা সব যুবককে বের করে এমবি হাসপাতালে নিয়ে যান।
সেখানকার চিকিৎসকরা ৫ জনকে মৃত বলে ঘোষণা করেন। দুর্ঘটনার জেরে হাইওয়েতে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে অবশ্য পুলিশ গিয়ে যানজট নিয়ন্ত্রণে আনে।
পুলিশ আধিকারিক হিমাংশু সিং রাজাওয়াত জানিয়েছেন, দেলওয়ারা রাজসামন্দের বাসিন্দা হিম্মত খটিক, পঙ্কজ নগরচি, বেদলার বাসিন্দা গোপাল নগরচি, খারোল কলোনীর বাসিন্দা গৌরব জিনগর, সিসারমার বাসিন্দা আরও একজন গাড়িতে যাচ্ছিলেন। তারা আম্বেরী থেকে দেবারীর পথে ভুল দিকে যাচ্ছিলেন। এমন সময় হঠাৎ গাড়িটির সামনে একটি ডাম্পার আসে।
হিমাংশু বলেন, ঢালের কারণে ডাম্পারটি বেশ ভালো বেগেই ছিল। ডাম্পারের চালক গাড়িটি বাঁচানোর চেষ্টা করলেও জায়গা না থাকায় গাড়িটির সঙ্গে ধাক্কা লাগে। মুখোমুখি সংঘর্ষে গাড়ির সামনের অংশ সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়। দুর্ঘটনায় গাড়িতে থাকা ৫ যুবকেরই মৃত্যু হয়েছে। এই দুর্ঘটনায় গাড়িটিও বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে।