উত্তর প্রদেশে ট্রাক-বাসের সংঘর্ষে ৫ জনের মৃত্যু হল। আলিগড়ে এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটেছে। যমুনা এক্সপ্রেসওয়েতে একটি ট্রাক এবং একটি ডবল ডেকার বাসের মধ্যে সংঘর্ষ হয়েছে। এই দুর্ঘটনায় পাঁচজন নিহত এবং ১৫ জন আহত হয়েছেন বলে জানা গিয়েছে। কয়েক জনের অবস্থা আশঙ্কাজনক, পুলিশ সূত্রে এমনটাই খবর মিলেছে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
যাত্রী ভর্তি ডবল ডেকার প্রাইভেট বাসটি দিল্লি থেকে আজমগড় যাচ্ছিল। বাসটি তীব্র গতিতে চলছিল। যমুনা এক্সপ্রেসওয়েতে চলাকালীন হঠাৎ নিয়ন্ত্রণের বাইরে চলে যায় ডাবল ডেকার বাসটি। বাসটি পেছন থেকে ট্রাকের মধ্যে ঢুকে পড়ে। প্রচণ্ড সংঘর্ষের পর বাসটি দুমড়ে-মুচড়ে যায়। যাত্রীরা সবাই ঘুমিয়ে থাকা অবস্থায় এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার জেরে বাসের সামনে বসে থাকা ৫ জন ঘটনাস্থলেই প্রাণ হারান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাস থেকে দেহ উদ্ধার করে। নিহতদের দেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। বাসে আটকে পড়া আহতদেরও উদ্ধার করে পুলিশ। দুর্ঘটনায় আহত হয়েছেন ১৫ জনেরও বেশি। সবাইকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সড়ক দুর্ঘটনায় নিহতদের মধ্যে তিনজন পুরুষ, একজন মহিলা ও একজন শিশু রয়েছে। তবে তাঁদের পরিচয় এখনও পাওয়া যায়নি। এই দুর্ঘটনার জেরে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পুলিশ রাস্তা ফাঁকা করার চেষ্টা চালিয়ে যাচ্ছে।
এক পুলিশ আধিকারিক বলেন, বুধবার রাতে তাপল থানা এলাকায় বাস ও ট্রাকের মধ্যে দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ত্রাণ ও উদ্ধার কাজ চালায়। আহত ১৫ জনকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করে পুলিশ। নিহত ৫ জনের দেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শুরু হয়েছে। ট্রাফিক ব্যবস্থা আপাতত স্বাভাবিক রয়েছে।